বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেস ফিরে এসেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং বিজেপি সাংসদ থাকাকালীন তাঁকে দেওয়া হয়েছিল জেড ক্যাটেগরি নিরাপত্তা। মঙ্গলবার রাত পর্যন্ত তিনি জেড ক্যাটেগরি নিরাপত্তার দ্বারা বেষ্টিত ছিলেন। কিন্তু আজ, বুধবার সকালেই তুলে নেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা। এই ইস্যুতে কেন্দ্রকে নিশানা করলেন ব্যারাকপুরের সাংসদ।
ঠিক কী বলছেন ব্যারাকপুরের সাংসদ? এই বিষয়ে অর্জুন সিং বলেন, ‘আমি আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবো। কিভাবে একটা জেড ক্যাটেগরির সিকিউরিটি হঠাৎ তুলে নেওয়া যায়? নিরাপত্তার জবাব দেবে সেন্ট্রাল গভর্ণমেন্ট। আমাকে একটা উইথড্রাল অর্ডার পাঠানো হয়েছে।’ নিজের নিরাপত্তা নিয়েও কেন্দ্রকে দুষলেন অর্জুন সিং।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি। সাংসদ থাকার সময় তাঁর বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল। তাঁর বুলেটপ্রুফ গাড়িও ভাঙচুর করা হয়েছিল। এখানে গোলমাল নিত্যসঙ্গী ছিল। তাই তাঁর জেড ক্যাটেগরি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এখন তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর সেটা তুলে নিল কেন্দ্রীয় সরকার।
কী বলছেন অর্জুন সিং? এই ইস্যুতে অর্জুন বলেন, ‘বিজেপি ছেড়েছি বলেই জেড ক্যাটেগরির নিরাপত্তা তুলে নিল কেন্দ্র। তবে আমার চলাফেরার কোনও বদল হবে না। মানুষের কাজ করার জন্য যদি মরতে হয় তো মরতে হবে। পাঞ্জাবে একজন খুন হল। ওর সিকিউরিটি তুলে নিল আর পরদিন ওকে মেরে দেওয়া হল। রাজ্য সরকার নিরাপত্তা দিচ্ছে কী দিচ্ছে না তা এখনও জানি না। তবে কলকাতা হাইকোর্টে আবেদন করব কিভাবে একজন সাংসদের জেড ক্যাটেগরি নিরাপত্তা তুলে নেওয়া হয়? এখন আমার যদি প্রাণহানি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে কেন্দ্র।’