পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে ওঠে পুরনিয়োগ সংক্রান্ত মামলা। তবে ডিভিশন বেঞ্চ মামলাটি ফিরিয়ে দেয়। পরে মামলাটি ওঠে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সে ক্ষেত্রেও মামলা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। উভয় ক্ষেত্রেই বক্তব্য ছিল মামলাটি এই দুই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকায় ছিল না। এর ফলে অস্বস্থিতে হয়ে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। এরপরে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বেঞ্চ ঠিক করে দিয়ে মামলার শুনানির দিন ধার্য করে দিলেন।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। আগামী সোমবার থেকে হাইকোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। ফলে গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হবে। মালমাটির দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য। তারপরে বেঞ্চ ঠিক করে দেন প্রধান বিচারপতি। শনি ও রবিবার আদালত বন্ধ থাকায় আগামী সোমবার এই মামলার শুনানি হবে ওই ডিভিশন বেঞ্চে। সে ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ কোনও নির্দেশ দেয় কি না সেদিকেই তাকিয়ে রাজ্য সরকার এবং বিরোধীরা।
উল্লেখ্য, পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরপরেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি সরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তবে তাতে অবশ্য স্বস্তি মেলেনি রাজ্যের। বিচারপতি সিনহাও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। ফলে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার। উল্লেখ্য, স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য। ঠিক সেই সময় অয়ন শীলের গ্রেফতারির পরই পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়টিও সামনে আসে। তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে একাধিক পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে আসে বলে জানান তদন্তকারীরা। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। মামলাকারীর অভিযোগ, বিধাননগর পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মদতে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ। প্রায় শতাধিক ব্যক্তিকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে, অভিযোগ এমনটাই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup