বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শরীর এতটাই খারাপ ছিল যে শোভন আমায় ছেড়ে মিছিলে যেতে পারেননি:‌ ক্ষমা চাইলেন বৈশাখী

শরীর এতটাই খারাপ ছিল যে শোভন আমায় ছেড়ে মিছিলে যেতে পারেননি:‌ ক্ষমা চাইলেন বৈশাখী

বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু সে সব বিতর্কে কান দিতে চান না বৈশাখী।তাঁর কথায়,‌ ‘‌কিছু বিতর্ক কেউ কেউ তৈরি করার চেষ্টা করেছে এটা অস্বীকার করতে পারব না। যাঁরা করেছেন তাঁরা বিজেপি–র মূল নেতৃত্বের কেউ নন।’

ঘোষণা হয়েছিল তাঁরা আসবেন। তাঁদের নেতৃত্বেই কলকাতার বুকে রোড শো করবে বঙ্গ বিজেপি। কিন্তু তবুও মিছিলে গরহাজির ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার শেষে মিছিলকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিং। আর ঠিক তার পরের দিনই মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলের কাছে ক্ষমা চেয়ে নিলেন বৈশাখী।

সাক্ষাৎকারের প্রথমেই এদিন বৈশাখী বলেন, ‘‌প্রথমেই আমি সমস্ত বিজেপি কার্যকর্তাদের কাছে ক্ষমা চাইব যে কালকের মিছিলে আমি উপস্থিত থাকতে পারিনি। যদিও সেটা আমি আগেই নেতৃত্বকে জানিয়েছিলাম এবং যেতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেছি।’‌ কিন্তু মিছিলে না যাওয়ার পেছনে কারণ কী?‌ বৈশাখীর জবাব, ‘‌আমার শরীর একেবারেই ভাল নেই। দীর্ঘ যাত্রা করে ভুবনেশ্বর থেকে ফেরার পর আমার ও শোভন— কারও শরীরই একেবারে ভাল নেই। মূলত, সেই কারণেই কাল মিছিলে থাকতে পারিনি।’‌

কিন্তু শোভন চট্টোপাধায়কেও কালকের মিছিলে দেখা যায়নি। তার কারণ হিসেবে বৈশাখীর সাফাই, ‘‌আমি তাও কাল শেষ একবার চেষ্টা করেছিলাম যে যদি আমার পায়ের ফোলা কমে তবে আমি যাব। কিন্তু আমি চলা–ফেরা করার মতো অবস্থায় ছিলাম না। আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে শোভনবাবুও আমায় ছেড়ে যেতে পারেননি। কারণ বাড়িতে বড় কেউ ছিল না। তাই তিনিও মিছিলে যেতে পারেননি।’‌

একইসঙ্গে এদিন বৈশাখী জানিয়েছেন যে এই মিছিলের আয়োজক রাকেশ সিং তাঁকে আমন্ত্রণ জানালেও বিজেপি দফতর থেকে আসা একটা ফোনে তাঁকে জানানো হয় যে এই মিছিলে তিনি আমন্ত্রিত নন। বৈশাখীর কথায়, ‘‌রাকেশ সিংয়ের পাঠানো আমন্ত্রণপত্রে আমার নাম ছাড়াও শোভনবাবু, কৈলাসজির নাম ছিল। বিজেপি–র মিডিয়া সেল থেকে জানতে পারি মিছিলে আমন্ত্রিতদের তালিকায় শঙ্কুদেব পণ্ডা, দেবজিতের নাম ঢুকেছে। কারও নাম ঢুকলেও আমার নাম সেখানে থেকে বাদ পড়তে আমি দেখিনি। কিন্তু সোমবার সকালে হঠাৎ করে বিজেপি–র অফিস থেকে কেউ একজন ফোন করে আমাকে জানায় যে এটা আমার মিছিল নয়। এটা শোভনবাবুর মিছিল।’‌

নাম থাকুক বা না থাকুক বিজেপি–র যে কোনও মিছিলে যাওয়াকে কর্তব্য বলে মনে করেন বলে এদিন জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌শোভনবাবুর মিছিল হলেও আমি যেতাম। কারণ আমি বিজেপি কর্মী। আমার নাম থাকুক বা না থাকুক যদি খবর থাকে তবে বিজেপি–র যে কোনও মিছিলে যাওয়াকে আমি আমার কর্তব্য বলে মনে করি।’‌ ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু সে সব বিতর্কে কান দিতে চান না বৈশাখী। তাঁর কথায়,‌ ‘‌কিছু বিতর্ক কেউ কেউ তৈরি করার চেষ্টা করেছে এটা অস্বীকার করতে পারব না। যাঁরা করেছেন তাঁরা বিজেপি–র মূল নেতৃত্বের কেউ নন।’

এদিন বৈশাখী আরও বলেন, ‘‌কাজের দিক থেকে আমার ও শোভনবাবুর তরফে কোনও ঘাটতি নেই। একের পর এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা অংশ নিয়েছি। আর আমার মনে হয় না এটা প্রথম মিছিল বা এটাই শেষ মিছিল। এর পরেও বহু মিছিল হবে। আর আমাদের তাতে পা মেলাতে দেখা যাবে। আর আমরা না থাকলে বিজেপি–র মিছিল হবে না তা কিন্তু নয়।’‌

বাংলার মুখ খবর

Latest News

৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ‘সোধি’ গুরুচরণ সিং, দায়ের অভিযোগ শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন কানাডায় ফ্রিতে খাবার নেয়, সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা ভারতীয় যুবক, মুখ খুললেন HT-তে রিচার হবু সন্তানকে আদর! বেবি বাম্পে চুমুই খেয়ে বসলেন রেখা একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে 'দেহত্যাগ করুন', অভিজিৎকে বেনজির আক্রমণ মমতার, SSC মামলায় পদত্যাগ করতে বলেছিলেন বড় খবর! হোয়াটস অ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হল হাইকোর্টে সবটা জেনে নিন 'রবি কিষাণ আমার জন্মদাতা', শেনোভার DNAপরীক্ষার আবেদনে কী জানাল আদালত? শাহজাহানের 'ডেরা'-য় আরও বোমা-অস্ত্র? সন্দেশখালিতে NSG, রোবট নামিয়ে চলছে অভিযান 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে'

Latest IPL News

একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.