গতকাল রবিবার একটি অমানবিক ঘটনা সামনে এসেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। টাকার অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পারায় পাঁচ মাসের শিশুকে ব্যাগে ভরে বাসে করে বাড়ি ফিরেছিলেন কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মা। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু করে গিয়েছে গোটা রাজ্যে। রাজ্যজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এবার কালিয়াগঞ্জের এই ঘটনায় ক্ষুব্ধ নবান্ন। এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন। নিয়ম মেনে ওই রিপোর্টের একটি প্রতিলিপি স্বাস্থ্য ভবনকেও পাঠাতে বলা হয়েছে।
রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়ে যায়। তৃণমূলকে কটাক্ষ করে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে টুইটারে তৃণমূলকে আক্রমণ করেন। যদিও এই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছে রাজ্য সরকার। সেই বিতর্কের পর এবার কড়া পদক্ষেপ করল নবান্ন। শিশুর মৃত্যুর ঘটনার পর কেন দেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের তরফে শববাহী গাড়ির ব্যবস্থা করা হল না? তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার এই ঘটনার জন্য উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা নবান্নের প্রশ্নের মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, দেহ বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারি স্তরে কোনও নির্দেশিকা নেই। তবে মানবিক কারণে হাসপাতাল কর্তৃপক্ষ শববাহী গাড়ির ব্যবস্থা করতে পারতো বলে মনে করছেন অনেকেই।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার সঞ্জয় মল্লিক জানিয়েছেন, শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের কেউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হত।
অন্যদিকে, এই ঘটনায় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। আগামী বুধবার এই বিষয় নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। মেয়র আরও বলেন, রোগী কল্যাণ সমিতির নিজস্ব ৫ টা ভ্যান রয়েছে। তবে, সেই ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। যোগাযোগ করলে নিশ্চয়ই ব্যবস্থা করা হত। তবে এবিষয়টি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, স্বাস্থ্য ভবন থেকে পুরো বিষয়টি জানতে চাওয়ার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তদন্ত কমিটি তৈরি হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup