লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। তার পরই ডায়মন্ড হারবার কেন্দ্রে জমজমাট ভোটযুদ্ধ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন নওসাদ সিদ্দিকি। তাঁর দাবি, ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তাঁর পরিবারের ওপর চাপ আসছে।
নওসাদ বলেন, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়ানোর কথা ঘোষণা করার পর থেকেই আমার ওপরে নানা চাপ আসছে। পরিবারের সদস্যদের নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এভাবে ওরা আমাকে টলাতে পারবে না। আমি ডায়মন্ড হারবার থেকেই লড়ব।
নওসাদের অভিযোগ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সকালে নন্দীগ্রামে ‘শহিদ দিবস’এর অনুষ্ঠানের পরে সাংবাদিকদের বলেন, ‘নওসাদের দলের সঙ্গে আমাদের মতাদর্শগত বিরোধ রয়েছে। ওদের মতাদর্শকে আমরা সমর্থন করি না। কিন্তু নওসাদ শক্ত ছেলে। ও ভাঙার হলে এতদিনে ভেঙে যেত। ওকে ভুয়ো মামলায় গ্রেফতার করে ৪৩ দিন জেলে ভরে রেখেছিল। তার পরেও ও তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেনি।’
আরও পড়ুন: উপাচার্য পদের মেয়াদ শেষ হতেই বিদ্যুতকে ৫ মামলায় তলব করল পুলিশ
বলে রাখি, নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করার পরেই তাঁকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে বাম ও কংগ্রেস। নওসাদকে নিয়ে সুর নরম বিজেপিরও। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে কার্যত একের বিরুদ্ধে এক লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজ্যে দুর্নীতির যা বহর আর নওসাদের মুসলিম ভোটে যা দখল তাতে চাপ হয়ে যেতে পারে অভিষেকের কাছে। অরেকটি অংশের মতে, হাবভাব খারাপ বুঝলে পিসিক কেন্দ্র দক্ষিণ কলকাতা থেকে লড়তে পারেন অভিষেক।