বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এবার মেট্রো রেলে শোনা যাবে নস্টালজিক গান, যাত্রীদের জন্য নয়া উদ্যোগ

এবার মেট্রো রেলে শোনা যাবে নস্টালজিক গান, যাত্রীদের জন্য নয়া উদ্যোগ

কলকাতা মেট্রো। প্রতীকি ছবি

কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা যাত্রীদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।

করোনাভাইরাস আবহে দীর্ঘদিন বন্ধ ছিল। এবার পুরোপুরি স্বাভাবিক হয়েছে শহরের লাইফলাইন। হ্যাঁ, সেটি কলকাতা মেট্রো রেল। এখন থেকে মেট্রোয় উঠলেই কানে শুনতে পাওয়া যাবে গান। যাত্রীদের যাত্রাপথের ক্লান্তি কাটাতে এই নয়া উদ্যোগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পথের ক্লান্তিতে এই বিনোদন অনেকটা মেজাজ ফেরাবে বলে মনে করেন মেট্রো রেল কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা যাত্রীদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।

কেন এমন উদ্যোগ?‌ মেট্রো সূত্রে খবর, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বেশ কিছু নিত্যযাত্রী এমন পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগে মেট্রোর মধ্যে অ্যাড্রেস সিস্টেম থেকে কেবল জরুরি ঘোষণা করা হতো। আর পরবর্তী স্টেশনের নাম ঘোষণা করা হতো। এবার সেখানেই যাত্রীদের গান শোনানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি বাস্তবায়িত করার জন্য একটি সংস্থার সঙ্গে দু’বছরের চুক্তি করা হয়েছে। নন ফেয়ার রেভিনিউয়ের ক্ষেত্রে এটি অন্যতম পদক্ষেপ। আগে পূর্ব রেলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। তবে এখন অধিকাংশ লোকাল ট্রেনে আর গান শুনতে পাওয়া যায় না। তাই এখানে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।

কেমন গান শোনা যাবে?‌ জানা গিয়েছে, একদম সকালে শ্যামা সঙ্গীত দিয়ে শুর হবে। তারপর থাকবে নানা রবীন্দ্র সঙ্গীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নস্টালজিক গান শুনতে পাওয়া যাবে। সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলা কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মহম্মদ রফি–সহ নানা সুপারহিট গানের মেলবন্ধন ঘটানো হবে। শ্যামল মিত্র, মান্না দে’‌র একাধিক হিট গান শুনতে পাবেন যাত্রীরা।

বন্ধ করুন