আইআইটি-খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্তে ভরসা নেই তার অভিভাবকদের। তাই নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ফয়জানের বাবা মা। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা এই ঘটনায় সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার শুনানির সম্ভাবনা রয়েছে।
অসমের তিনসুকিয়ার বাসিন্দা ফয়জানের বাবা সেলিম আহমেদ এবং মা রেহানা আহমদের বক্তব্য, এই ঘটনায় নিরপেক্ষভাবে তদন্ত করছে না পুলিশ। তাদের দাবি, গত কয়েক মাসে ফয়জান যাদের সঙ্গে ফোনে কথা বলেছে কল রেকর্ড খতিয়ে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। শুধুমাত্র হোস্টেলের নিরাপত্তা রক্ষী এবং তার কয়েকজন বন্ধুকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আইআইটি কর্তৃপক্ষ অবসাদের কারণে ফয়জান আত্মহত্যা করেছে বলে যে দাবি করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তার বাবা সেলিম আহমেদ। তার অভিযোগ, আইআইটিতে ফয়জান ভালোই ফল করেছিল। তারপরে কী কারণে তার অবসাদ সে বিষয়টি কোনওভাবেই স্পষ্ট হচ্ছে না।
ঘটনার এতদিন কেটে যাওয়ার পরেও কেন ময়নাতদন্তে রিপোর্ট দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন ফয়জানের মা রেহানা। তিনি জানান, খড়গপুর টাউন থানায় তারা মেইল করে ময়নাতদন্তের রিপোর্ট চেয়েছেন কিন্তু এখনও পাননি। তার কথায়, ‘আমরা পুলিশের তদন্তে সন্তুষ্ট নয়। সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছি।’ ফয়জানের পরিবারের আইনজীবী অনিরুদ্ধ মিত্র জানান, ‘আমরা কলকাতা হাইকোর্টের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছি। আমরা চাইছি সিআইডির দ্বারা বা সিট গঠন করে এই ঘটনার তদন্ত করা হোক। যেহেতু আদালত বৃহস্পতিবার খুলবে তাই ওই দিনই মামলার শুনানি হবে।’