উচ্চ প্রাথমিকে নিয়োগে বেনিয়মে দায়ের হল আরও এক মামলা। এবার CBI তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন এক চাকরিপ্রার্থী। আবেদনকারীর প্রশ্ন, কেন বারবার ভুল হচ্ছে মেধাতালিকায় তার জবাব দিতে হবে SSC-কে।
মামলাকারী আবেদনে জানিয়েছেন, কেন বারবার ভুল হচ্ছে তালিকায়? এই ভুল কি ইচ্ছাকৃত? তার তদন্তে সিবিআই বা সিআইডির বিশেষ দল গঠনের আবেদন জানিয়েছেন সুব্রত মণ্ডল নামে এক ব্যক্তি।
আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগে ঘোষিত নতুন ইন্টারভিউর তালিকাতেও একাধিক গোলযোগ রয়েছে বলে অভিযোগ। নিয়োগপ্রক্রিয়ার ওপর থেকে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করলেও নিয়োগপত্র দেওয়ার আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে। আদালত স্পষ্ট করেছে, ইন্টারভিউর পর প্যানেল তৈরি করে তা পেশ করতে হবে বিচারপতির সামনে। সেই তালিকা খতিয়ে দেখে নিয়োগপত্র জারির অনুমতি দেবেন বিচারপতি।
বাংলার মুখ খবর