বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শহরে ফের দাম কমল পেট্রল ও ডিজেলের, স্বস্তিতে গ্রাহক

শহরে ফের দাম কমল পেট্রল ও ডিজেলের, স্বস্তিতে গ্রাহক

শহরে আরও সস্তা হল পেট্রল ও ডিজেলের দাম।

গত ১২ জানুয়ারি থেকে কমে চলেছে পেট্রল ও ডিজেলের দাম। কলকাতায় এ দিন প্রতি লিটারে ২৩ পয়সা সস্তা হল পেট্রলের দাম। ডিজেলের দাম যাচ্ছে লিটারপ্রতি ২৪ পয়সা কম।

গ্রাহকদের স্বস্তি দিয়ে প্রতিদিনই কমছে পেট্রল ও ডিজেলের দাম। শনিবারও সেই ধারা অব্যাহত থাকল বাজারে।

কলকাতায় শনিবার প্রতি লিটার পেট্রলের দাম যাচ্ছে ৭৫.১৩। শহরে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৮.৭৫ দামে।

গত ১২ জানুয়ারি থেকে কমে চলেছে পেট্রল ও ডিজেলের দাম। কলকাতায় এ দিন প্রতি লিটারে ২৩ পয়সা সস্তা হল পেট্রলের দাম। ডিজেলের দাম যাচ্ছে লিটারপ্রতি ২৪ পয়সা কম।

নয়াদিল্লিতে এ দিন প্রতি লিটার পেট্রল বিকোচ্ছে ৭২.৬৮ দামে। মুম্বইতে লিটারপ্রতি পেট্রলের দাম আজ ৭৮.৩৪। বেঙ্গালুরুতে শনিবার পেট্রলের দাম দাড়িয়েছে ৭৫.১৪। চেন্নাইতে এক লিটার পেট্রলের দাম এ দিন ৭৫.৫১। হায়দরাবাদে প্রতি লিটার পেট্রলের দাম আজ ৭৭.৩৩। গুরগাঁওয়ে এক লিটার পেট্রলের দাম যাচ্ছে ৭২.৬৬।

নয়াদিল্লিতে এ দিন প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৬৫.৬৮ দামে। মুম্বইতে লিটারপ্রতি ডিজেলের দাম আজ ৬৮.৮৪। বেঙ্গালুরুতে শনিবার ডিজেলের দাম দাড়িয়েছে ৬৭.৯০। চেন্নাইতে এক লিটার ডিজেলের দাম এ দিন ৬৯.৩৭। হায়দরাবাদে প্রতি লিটার ডিজেলের দাম আজ ৭১.৬৩। গুরগাঁওয়ে ডিজেলের দাম যাচ্ছে প্রতি লিটার ৬৫.০০।

আগামী এপ্রিল মাসে BS-VI এমিশন নীতি চালু হলে ফের বড়সড় লাফ দেবে জ্বালানির দাম। তবে নীতি আয়োগের প্রস্তাব মেনে যদি পেট্রল ও ডিজেলে ১৫% মেথানল মেশানোর অনুমোদন দেয় প্রশাসন, সে ক্ষেত্রে একলাফে বেশ কিছুটা দাম কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে ভারতে পেট্রলে মাত্র ৫% মেথানল মেশানো হয়। চিনি ও তেল আমদানিতে ভরতুকি কমার সঙ্গে পেট্রল ও ডিজেলে মেথানল মেশানোর পরিমাণ বাড়লে বড় শহরগুলিতে যেমন বায়ুদূষণ কমবে, তেমনই স্বস্তির হাওয়া বইবে বাজারে।

বন্ধ করুন