ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্রের ফাঁদ পেতে বসেছিল জালিয়াতরা। ভুয়ো কল সেন্টার খুলে জালিয়াতির কারবার রমরমিয়ে চলছিল। কম সুদে ঋণের প্রস্তাব দিয়ে মোটা টাকার বিমা করিয়ে টাকা লুট করত বলে অভিযোগ। সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। লেকটাউন থানার পুলিশ এলাকার একটি বহুতলের তিনতলে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে দুজন হলেন তরুণী। জানা গিয়েছে, ওই বহুতলের তিনতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল তারা। বিষয়টি জানতে পেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। এরপর সেখানে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করার পাশাপাশি বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউন থানা এলাকার ১৭/কে/৫ দক্ষিণদারি রোডের একটি বহুতলের ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল প্রতারকরা। সেখানে তারা অফিস খুলে ওই ভুয়ো কলসেন্টার চালাচ্ছিল। সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগ পায় পুলিশ। এরপরেই সেখানে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতারের পাশাপাশি, ওই অফিসে তল্লাশি চালিয়ে ৩০টি মোবাইল ফোন-সহ একাধিক ক্রেডিট কার্ড এবং নগদ টাকা উদ্ধার করেছে।
ইদানীং ভুয়ো কলসেন্টারের মাধ্যমে প্রতারণা বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়ো কলসেন্টারের হদিশ মিলছে বিধাননগরে। সেক্ষেত্রে বিদেশি নাগরিকদের বিভিন্ন ভাবে ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি এরকম একাধিক অভিযোগ সামনে এসেছে। গত বছর এরকমই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারিত হয়েছিলেন এক মার্কিন নাগরিক। প্রতারকদের জালে পা দিয়ে তিনি প্রায় ৭০ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছিলেন। ঘটনায় আত্মঘাতী হয়েছিলেন ওই মার্কিন নাগরিক। এছাড়াও, ভুয়ো কলসেন্টারের মাধ্যমে টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। লেকটাউনের ক্ষেত্রে প্রতারকরা মূলত ঋণ পাইয়ে দেওয়ার জন্য প্রথমে গ্রাহকদের ফোন করে প্রলোভন দেওয়া হত। ঋণ মঞ্জুর করার নামে গ্রাহকদের কাছ থেকে আগাম কিছু টাকা চাওয়া হত। এরপর নথিপত্র জমা নিয়ে আরও টাকা দাবি করা হত এবং বিমা করতে বলা হত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup