বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এটিএমে বারবার গিফট কার্ড সোয়াইপ, মুম্বাই থেকে ফোন পেয়ে যুবককে আটক করল পুলিশ

এটিএমে বারবার গিফট কার্ড সোয়াইপ, মুম্বাই থেকে ফোন পেয়ে যুবককে আটক করল পুলিশ

এটিএমে বারবার গিফট কার্ড সোয়াইপ, মুম্বাই থেকে ফোন পেয়ে যুবককে আটক করল পুলিশ। প্রতীকী ছবি। (via REUTERS)

শনিবার রাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিসিটিভির ফুটেজ ধরা পড়ে এমনই দৃশ্য।

অনবরত এটিএমে গিফট কার্ড সোয়াইপ করছেন এক ব্যক্তি। শনিবার রাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিসিটিভির ফুটেজ ধরা পড়ে এমনই দৃশ্য। এটি কোনও এটিএম লুটের চেষ্টা নয় তো? দেখামাত্রই ব্যাঙ্কের পক্ষ থেকে মুম্বাই থেকে যোগাযোগ করা হল পুলিশের সঙ্গে। আর তারপরেই তৎপরতার সঙ্গে সন্দেহভাজন ওই যুবককে আটক করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকার একটি এটিএমে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে যুবককে আটক করা হয়েছে তার নাম রতু সর্দার। তিনি নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, তিনি পঞ্জাবে এক ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতেন। বাড়ি ফিরেছেন কয়েক মাস আগে। ওই ঠিকাদার সংস্থার পক্ষ থেকে তাকে একটি কার্ড দেওয়া হয়েছিল। ওই কার্ড থেকে এটিএমে তার পারিশ্রমিকের টাকা তুলে নিতে পারবেন বলে জানিয়েছিল ওই ঠিকাদার সংস্থা। কিন্তু, পুলিশ জানতে পারে যে কার্ডটি ওই যুবককে দেওয়া হয়েছিল সেটি আসলে একটি গিফট কার্ড। বাড়ি ফেরার পরে ওই যুবক কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা করেন। কিন্তু, সেটি যে একটি গিফট কার্ড তা ওই যুবকের জানা ছিল না। সেই মতো শনিবার রাতেও তিনি টাকা তোলার চেষ্টা করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

ওই যুবক শনিবার রাতে এটিএমে যেভাবে বারবার কার্ড সোয়াইপ করার চেষ্টা করছিলেন তাতে সন্দেহ হয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের। এরপরেই মুম্বাই থেকে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে পাটুলি থানায় ফোন করা হয়। ফোন পাওয়া মাত্রই তৎপরতার সঙ্গে পাটুলি থানার পুলিশ সংশ্লিষ্ট এটিএমে হানা দিয়ে ওই যুবককে আটক করে। অন্যদিকে, যে কার্ড দেওয়া হয়েছে সেটি গিফট কার্ড হওয়ায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন যুবক। যদিও যুবক সত্যি কথা বলছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

‘ডাক্তারদের… নাটক, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল,’ চার্জশিট পেশ হতেই আসরে কুণাল অনুমতি ছাড়াই চলছে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি, 'উপযুক্ত পদক্ষেপের' বার্তা CP-র ৫০ বছর পর মহাষ্টমীতে বিরল সংযোগ, ভাগ্য চমকাবে, ৩ রাশির খুলবে কপাল ইরানি কাপে জেনে বুঝে স্লো ওভার রেট! IPL-এ ধোনির দলের অধিনায়ককেই নিশানা রাহানের! ‘সিংঘম এগেন আমার মেয়ের ডেবিউ ছবি…', ঘোষণা রণবীরের, একরত্তির নামও ফাঁস করলেন কলকাতাগামী বিমানে রক্তবমি-শ্বাসকষ্ট শ্রমিকের, বাঁচালেন সহযাত্রী তিন চিকিৎসক! 'কোনও প্রমাণই গণধর্ষণের ইঙ্গিত করেনি'- RG কর মামলার চার্জশিটে কী কী জানাল CBI? গোপনে চুল খেতেন মহিলা, ১৬ বছর পরে পেট থেকে বের হল ২ কেজির বল পুজোর সেরা কে ছাতিম নাকি শিউলি? ধুন্ধুমার যুদ্ধে কাশফুলকে আবহন লাফটারসেনের বরুণের সঙ্গে অনেকক্ষণ কথা গম্ভীরের!৩ উইকেট নিয়ে KKR স্পিনার বললেন ‘পুনর্জন্ম হল’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.