২০০০ টাকার নোট বদলাতে গিয়ে মহা সমস্যায় পড়েছেন কলকাতার তথা বাংলার ব্যবসায়ীদের অনেকেই। আর সমস্য়া মেটাতে এবার তারা চিঠি লিখলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্য়াসোসিয়েশনের তরফে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এই চিঠি লিখেছেন তারা। তাদের দাবি ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে গিয়ে তারা নানা প্রশ্নের মুখে পড়ছেন। সেকারণেই তারা এনিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন।
এই সংগঠনের সব মিলিয়ে প্রায় ৫০০০ সদস্য রয়েছে। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্য়মকে জানিয়েছেন, বহু ব্যবসায়ীর হাতে এখনও ২০০০ টাকার নোট রয়েছে। তাদের এগুলিকে ব্যাঙ্কে বদল করতে হবে।
এদিকে ইতিমধ্য়েই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট লিগাল টেন্ডার হিসাবেই বিবেচিত হবে। অর্থাৎ এখনও পর্যন্ত ৩০ সেপ্টেম্বরই ডেডলাইন হিসাবে উল্লেখ করা হয়েছে।
কিন্তু সমস্যাটা ঠিক কোন জায়গায় হচ্ছে?
ব্যবসায়ীদের একাংশের দাবি যেখানে প্রচুর বেচাকেনা হয় সেখানে এখনও ২০০০ টাকার নোটে বেচাকেনা করা হচ্ছে। এদিকে ব্যবসায়ীরাও সেই নোট গ্রহণ করছেন কিন্তু ব্যাঙ্কে জমা দিতে গিয়েই বিপত্তি বাঁধছে তাদের।
তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, ২০০০ টাকার নোট জমা দিতে যাওয়ার সময়ই মূল সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রেই ব্যাঙ্ক এই নোটের বিস্তারিত বিবরণ জানতে চাইছে। কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের পক্ষে এগুলি জানানো সম্ভব হচ্ছে না।
ব্যবসায়ীদের একাংশের দাবি, একাধিক বেসরকারি ব্যাঙ্ক এই ২০০০ টাকা জমা দিতে গেলে নানা প্রশ্ন জিজ্ঞাসা করছে। যেমন এই নোট তাঁরা কোথা থেকে পেয়েছেন, আর কতগুলি নোট তাঁদের কাছে রয়েছে, এত ২০০০ টাকার নোট তাঁরা কীভাবে পেলেন এই ধরণের নানা বিবরণ তাঁদের জানাতে হচ্ছে। কিন্তু সমস্ত ব্যবসায়ীর পক্ষে এই সব বিবরণ যথাযথভাবে বলা সম্ভব হয় না। তাছাড়া অনেক ক্ষেত্রে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারীরা নোট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যান। কিন্তু তাঁদের পক্ষে এই নোট প্রাপ্তি সংক্রান্ত বিষয়গুলি জানা সম্ভব হয় না।
এদিকে মে মাসে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০০০ টাকার নোটের প্রচলন প্রত্য়াহার করা হবে। এগুলি বাসিন্দারা ব্যাঙ্ক থেকে বদলে নিতে পারেন। তবে এবার সেই বদল সংক্রান্ত নিয়ম কানুন জানতে চেয়ে রিজার্ভ ব্যঙ্ককে চিঠি দিল ব্যবসায়ী সংগঠন।