
কর্মীর দেহে করোনা সংক্রমণের জেরে কলকাতায় স্টেট ব্যাঙ্কের সদর দফতরের একাংশ বন্ধ
১ মিনিটে পড়ুন . Updated: 08 May 2020, 05:46 PM IST- আক্রান্ত কর্মীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
এক কর্মীর দেহে করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল কলকাতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় সদর দফতরের একাংশ। শুক্রবার ব্যাঙ্কের এক আধিকারিক একথা জানিয়েছেন।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, কলকাতায় স্টেট ব্যাঙ্কের সদর দফতরে ‘E’ শাখায় লাইবিলিটি সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টারের এক কর্মীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ১০ দিন ধরে অফিসে আসছিলেন না ওই কর্মী। পরে জানা যায় তিনি করোনা আক্রান্ত। এর পর গোটা গোটা ভবন জীবাণুমুক্ত করার কাজ হয়। ওই শাখার কর্মীদের ১১ মে পর্যন্ত অফিসে আসতে নিষেধ করা হয়েছে।
আক্রান্ত কর্মীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত কর্মীর জন্য যা কল্যাণকর ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাই করছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
এর আগেও বিদেশ ফেরত ব্যাঙ্কের এক কর্মীর দেহে করোনা ধরা পড়েছিল। তবে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে।