বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'আইন জারি করে কিছুই বন্ধ হবে না', গুটখা বিক্রি চলবেই, অকপট কলকাতার বিক্রেতারা

'আইন জারি করে কিছুই বন্ধ হবে না', গুটখা বিক্রি চলবেই, অকপট কলকাতার বিক্রেতারা

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ গুটখা, পান মশলাসহ বহু তামাকজাত দ্রব্য (HT_PRINT)

এক গুটখা, পান মশলা বিক্রেতার দাবি, ‘বাংলায় এসব বন্ধ হবে না। লোকে চায়, তাই বিক্রি করি।’

এর আগেও দুই বার আইন জারি করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গুটখা বিক্রির উপর। তবে রাজ্যে তার কোনও প্রভাব পড়েনি। দেদার বিকিয়েছে গুটখাসহ অন্যান্য তামাকজাত পণ্য। এবারও ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গুটখার উপর। তবে বিক্রেতাদের দাবি, 'আইনে কিছু হবে না। যেমন চলছে তেমনই চলবে।' কলকাতার শিঁথির মোড়ে এই বিষয়ে এক দোকানদারকে প্রশ্ন করা হলে প্রথমেই তিনি একটু হাসলেন। তারপর বললেন, 'বাংলায় এসব বন্ধ হবে না। লোকে চায়, তাই বিক্রি করি।'

চিড়িয়া মোড়ের কাছেই সায়ন্তন গুহ নামক এক পান-বিড়ি-সিগারেট বিক্রেতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, 'কারখানা বন্ধ না করে আইন এনে লাভ নেই। কারখানা চালু থাকলে উত্পাদনও হবে, মানুষও কিনবে, আমরাও বিক্রি করব।' বেলঘড়িয়ে রেল স্টেশনের পাশেই একটি ছোট্ট স্টলের মালকিনেরও একই মত। মালতিদেবী বলেন, 'জোর করে তো বিক্রি করি না। যখন লোকে এসে চাইবে আমার দোকানে না থাকলে পাশের দোকানে গিয়ে কিনবে। পুলিশ যদি এসে সবার বিক্রি বন্ধ করে, তখন আমিও বিক্রি করব না।'

উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ এপ্রিল রাজ্যে নিষিদ্ধ হয় গুটখা ও পান মশলা। এরপর ফের ২০১৯ সালের নভেম্বরে নিষিদ্ধ হয় গুটখা ও তামাকজাত দ্রব্য। সেই নিষেধাজ্ঞার মেয়াদ একবছর করে বাড়তে থাকে। সেই নিয়মেই ফএর ২০২২ সালের নভেম্বর পর্যন্ত রাজ্যে নিষিদ্ধ করা হল গুটখা। স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সিকিউরিটিস তপনকান্তি রুদ্র জানান, গুটখা এবং তামাকজাত দ্রব্য উৎপাদন, মজুত এবং বিক্রির উপর এই সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্যে। তবে কোথায় নিষেধাজ্ঞা!

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.