দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে এসে পৌঁছল স্পুটনিক ভি। করোনার সঙ্গে লড়তে কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পর তৃতীয় এই অস্ত্র রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। সূত্রের খবর, স্পুটনিকের ট্রায়াল চলছিল ই এম বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে। দু’দিনের মধ্যেই ওই হাসপাতাল থেকেই ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। তবে বাছাই করা কয়েকজনকে দেওয়া হবে এই ভ্যাকসিন। সোমবার থেকেই এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
কীভাবে টিকার জন্য বুকিং করতে হবে?
অন্যান্য ভ্যাকসিনের মতোই এই ভ্যাকসিন নিতে গেলে, প্রথমে কো-উইন পোর্টালে স্লট বুক করতে হবে। তার পর যে তারিখ পড়বে, সেদিন ই এম বাইপাসের ধারে অ্যাপেলোতে গিয়ে টিকা নিয়ে আসতে হবে। প্রত্যেক ভ্যাকসিনের দাম পড়বে ১,২৫০ টাকা। অর্থাৎ ২টে ডোজ নিতে গেলে, জনপ্রতি ২৫০০ টাকা খরচ পড়বে। তবে রাজ্য সরকারের তরফে এই ভ্যাকসিন মিলবে কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি হয়নি। তবে অন্য দু’টি ভ্যাকসিনের মতো এর ক্ষেত্রেও দু’টো ডোজই নিতে হবে। স্পুটনিকের দু’টি ডোজের মধ্যে আগের ভ্যাকসিনগুলোর চেয়ে ব্যবধান কম। প্রথম ডোজ নেওয়ার ২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিতে হবে।