বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Recruitment: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল, বহু শূন্যপদ, বিস্তারিত জানুন

SSC Recruitment: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল, বহু শূন্যপদ, বিস্তারিত জানুন

এসএসসি চাকরিপ্রার্থীরা দীর্ঘ ধর্নায় বসেছেন। (PTI Photo/Swapan Mahapatra) (PTI)

এবার স্কুল সার্ভিস কমিশনে বড় চাকরির সুযোগ। ১৬০০ শূন্যপদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কাউন্সেলিংয়ের দিনও ঘোষণা করা হল এবার।

ফের স্কুলে চাকরির ক্ষেত্রে এল সুখবর।স্কুল সার্ভিস কমিশনের তরফে কাউন্সেলিংয়ের বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হল। মূলত শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের শূন্যপদে চাকরির কাউন্সেলিং করার বিজ্ঞপ্তি জারি হয়েছে।  সব মিলিয়ে ১৬০০ শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি। www.westbengalssc.com কমিশনের এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিবরণ দেখতে পারেন।

শূন্য়পদ মোট কটি?

শারীর শিক্ষা বিষয়ের জন্য শূন্য়পদ ৮৫০টি। কর্মশিক্ষা বিষয়ের জন্য শূন্যপদ ৭৫০টি। ১০ নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে। 

কাউন্সেলিংয়ের দিন কবে ধার্য্য করা হয়েছে?

একটি বিষয়ের জন্য দুদিন করে কাউন্সেলিংয়ের দিন ধার্য্য করা হয়েছে। কর্মশিক্ষা বিষয়ে ১০.১১.২০২২ ও ১১.১১.২০২২ তারিখে এবং শারীরশিক্ষা বিষয়ে ১২.১১.২০২২ ও ১৪.১১.২০২২ তারিখে কাউন্সেলিং হবে।

কবে থেকে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য় ডাইনলোড করা যাবে?

৩ নভেম্বর থেকেই যাবতীয় তথ্য ডাউনলোড করা যাচ্ছে। এবার কাউন্সেলিংয়ে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে যাবতীয় নথি যাচাই করা হবে বলে সূত্রের খবর। নথি সংক্রান্ত ক্ষেত্রে কোথাও কোনও অনিয়ম ধরা পড়লে তৎক্ষনাৎ তা বাতিল বলে গণ্য করা হবে। এনিয়ে কোনওরকম অনিয়মকে বরদাস্ত করা হবে না। পাশাপাশি কেউ যদি কাউন্সেলিংয়ের জন্য নির্দিষ্ট দিনে উপস্থিত হতে না পারেন তবে তিনি অনুপস্থিত বলেই গণ্য করা হবে। তিনি অন্য কোনও সুযোগ পাবেন না। 

 

বন্ধ করুন