বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Saradha Scam: সারদা কর্তার চিঠিতে লেখা নালিশ পাঠানো হোক সিবিআইয়ের কাছে, নির্দেশ আদালতের

Saradha Scam: সারদা কর্তার চিঠিতে লেখা নালিশ পাঠানো হোক সিবিআইয়ের কাছে, নির্দেশ আদালতের

সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। ফাইল ছবি

গত এপ্রিলে সুদীপ্ত সেন ওই চিঠিটি লিখেছিলেন বলে দাবি করা হচ্ছে। তিনি আদালতের কাছে এই চিঠি লিখেছিলেন।

তন্ময় চট্টোপাধ্যায়

প্রেসিডেন্সি জেলে বসে চিঠি লিখেছিলেন সারদা কর্তা ধৃত সুদীপ্ত সেন। পূর্ব মেদিনীপুরের কন্টাই পুরসভাতে নানা আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল সেই চিঠিতে। এবার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত জানিয়েছে, এই নালিশের বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠানো উচিত। কিন্তু ঠিক কী লেখা ছিল সেই চিঠিতে?

গত এপ্রিলে সুদীপ্ত সেন ওই চিঠিটি লিখেছিলেন বলে দাবি করা হচ্ছে। তিনি আদালতের কাছে এই চিঠি লিখেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ২০১১-১২ সালে সারদা রিয়েলিটির একটি বহুতল নির্মাণের অনুমতি দেওয়ার বিনিময়ে পূর্ব মেদিনীপুরের কন্টাই পুরসভা চাপ দিয়ে কয়েক কোটি নিয়েছিল। কিন্তু সেই বিল্ডিং প্ল্যানটির অনুমোদনও দেওয়া হয়নি। আবার সেই টাকা ফেরৎও দেওয়া হয়নি।

আর সেই সময় কন্টাই পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। তাঁর আরও একটা পরিচয়ও আছে। তিনি শুভেন্দু অধিকারীর ভাই। আর ২০১১-১২ সালে শুভেন্দু ও সৌমেন্দু দুজনেই তৃণমূলে ছিলেন। আর সেই তৎকালীন কন্টাই পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুদীপ্ত সেন।

গত ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, সুদীপ্ত সেনকে দিয়ে চিঠিটি লেখানো হয়েছিল। আমি জানি কখন ও কীভাবে এটা লেখা হয়েছিল। গত বছর ডিসেম্বর মাসেই আমি সিবিআইকে এই ষড়যন্ত্রের ব্য়াপারে লিখেছিলাম। এখন আমার কাজ আরও সহজ হয়ে গেল। সিবিআই এনিয়ে তদন্ত করে দেখুক।

কার্যত সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, ২০১৩ সালে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেন। চিট ফাণ্ড কর্তা সুদীপ্ত সেন সেই সময় পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাকে গ্রেফতার করা হয়। তারপর থেকেই তিনি জেলে রয়েছেন। সব মিলিয়ে প্রায় ২৪৬০ কোটির চিটফাণ্ড প্রতারণার সঙ্গে যুক্ত সুদীপ্ত। পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় সহ দেশের বিভিন্ন প্রান্তে তার প্রতারণার জাল ছড়ানো ছিল।

 

বন্ধ করুন