বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari vs Abhishek Banerjee: ও আসবে বলে প্রতিটা কলেজ থেকে ২ লাখ টাকা করে চাঁদা নিয়েছে, বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari vs Abhishek Banerjee: ও আসবে বলে প্রতিটা কলেজ থেকে ২ লাখ টাকা করে চাঁদা নিয়েছে, বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, ‘ও আরও বেশি ঘুরুক। যত দড়ি দিয়ে রাস্তা আটকাচ্ছে তত বিজেপির ভোট বাড়ছে। ও যাওয়া মানে রাস্তা বন্ধ, হকাররা বসতে পারবে না, পুলিশি রাজ, পুলিশের তাণ্ডব, আসার ৬ ঘণ্টা আগে দড়ি ঘেরা, যাওয়ার ৬ ঘণ্টা পরেও দড়ি ঘিরে রাখা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রার জন্য বিএড কলেজগুলি থেকে মোটা টাকা চাঁদা তুলছে তৃণমূল। শনিবার রাতে এই অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বীরভূম জেলার একাধিক বিএড কলেজ থেকে ২ লক্ষ টাকা করে চাঁদা তুলেছে তৃণমূল।

শুভেন্দুর দাবি, ‘বীরভূমের কিছু বিএড কলেজের মালিকরা আমার কাছে অভিযোগ করেছেন, ও আসবে বলে প্রতিটা কলেজ থেকে ২ লক্ষ টাকা করে চাঁদা নিয়েছে’।

অভিষেকের রথযাত্রাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘ও আরও বেশি ঘুরুক। যত দড়ি দিয়ে রাস্তা আটকাচ্ছে তত বিজেপির ভোট বাড়ছে। ও যাওয়া মানে রাস্তা বন্ধ, হকাররা বসতে পারবে না, পুলিশি রাজ, পুলিশের তাণ্ডব, আসার ৬ ঘণ্টা আগে দড়ি ঘেরা, যাওয়ার ৬ ঘণ্টা পরেও দড়ি ঘিরে রাখা। ও যত যাবে তত সুবিধা হবে’।

তাঁর দাবি, ‘আমাকে নেপাল মাহাতো একবার বিধানসভায় বলেছিলেন, পিসিকে বলুন না একটু বেশি করে আসতে। ও যাওয়া মানে প্রতি বার তৃণমূলের ১০ হাজার করে ভোট কমছে’।

কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে ইডির দায়ের করা মামলায় শনিবার কলকাতার নিজাম প্যালেসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করে সিবিআই। জেরা সামলে রাত ৯টা ৪০ মিনিট নাগাদ সাংবাদিকদের অভিষেক বলেন, ‘জেরার নির্যাস হল অশ্বডিম্ব। ওদেরও সময় নষ্ট। আমারও সময় নষ্ট।’ নিজাম প্যালেস থেকে বেরিয়ে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান অভিষেক। সেখানে দুজনের মধ্যে একান্ত বৈঠক হয়।

 

বন্ধ করুন