বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সারদা কেলেঙ্কারির CBI তদন্তের গতি বাড়াতে অনুরোধ করেছি

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সারদা কেলেঙ্কারির CBI তদন্তের গতি বাড়াতে অনুরোধ করেছি

বিধানসভায় শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

তিনি বলেন, যে দলগুলি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের রাজনীতি করার উদ্দেশ হল স্বজনপোষণ ও ব্যবসা। এরা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত। এদের ও এদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে প্রচুর আয় বহির্ভূত সম্পত্তি উদ্ধার হয়েছে। 

তাঁর বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে তৃণমূল, RJD, শিবসেনাসহ একাধিক বিরোধী দল। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা কেলেঙ্কারিতে যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করলেন তিনি। পালটা অভিযোগকারী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করলেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সারদা কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ নিয়ে অবহিত করেছি। ওনার জন্য পশ্চিমবঙ্গের ৩ কোটি মানুষ আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, উনি যেন এই দুর্নীতির তদন্তে সিবিআইকে আরও তৎপর হতে নির্দেশ দেন।’

তিনি বলেন, যে দলগুলি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের রাজনীতি করার উদ্দেশ হল স্বজনপোষণ ও ব্যবসা। এরা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত। এদের ও এদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে প্রচুর আয় বহির্ভূত সম্পত্তি উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, এরা টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনছে। তিনি অপা সিন্ডিকেটকেই ইঙ্গিত করেছেন। যাদের খাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাতেই এরা বিচলিত হয়ে পড়েছে। শুভেন্দুর হুঁশিয়ারি, এরাও ছেলে - মেয়ে, নাতি পুতি, ভাইপো – ভাতিজাসহ জেলে যাবে।

একই সঙ্গে গত অর্থবর্ষে নির্বাচনী বন্দে তৃণমূলের বিপুল আয়বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দুবাবু। তিনি বলেন, কাদের কাছ থেকে তৃণমূল টাকা নিয়েছে ক্ষমতা থাকলে তা প্রকাশ করুক। ত্রিপুরা, গোয়া, মেঘালয় ভোটের খরচ কোথা থেকে এসেছে তা ওদের বলতে হবে।

 

বন্ধ করুন