বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TET: হিন্দু মহিলাদের শাঁখা পলা খুলতে বাধ্য করা হল, মুসলিমদেরও…বড় প্রশ্ন তথাগতর

TET: হিন্দু মহিলাদের শাঁখা পলা খুলতে বাধ্য করা হল, মুসলিমদেরও…বড় প্রশ্ন তথাগতর

 রবিবার পূর্ব বর্ধমানের একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে টেট পরীক্ষার্থীরা।(PTI Photo/Swapan Mahapatra)  (PTI)

এভাবে পরীক্ষায় ঢোকার মুখে শাঁখা পলা খুলতে বাধ্য় করার ঘটনার বিরুদ্ধে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন।

টেটে এবার একেবারে নজিরবিহীন কড়াকড়ি। আর সেই কড়াকড়ির নানা অভিজ্ঞতা হয়েছে পরীক্ষার্থীর। দিনহাটার একটি টেট পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শাঁখা পলা খুলতে বাধ করা হয়েছিল বলে অভিযোগ। অভিভাবকদের আপত্তিও শোনা হয়নি বলে অভিযোগ। এনিয়ে হিন্দুস্তান টাইমস বাংলা সহ নানা সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বাংলা জুড়ে হইচই পড়ে যায়। এবার এনিয়ে টুইট করলেন বিজেপি নেতা তথাগত রায়।

তথাগত রায় লিখেছেন, টেট পরীক্ষায় প্রবেশের মুখে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলাদের হাত থেকে শাঁখা ও স্টিলের চুরি খুলতে বাধ্য করা হয়েছিল। এগুলি স্বামী জীবিত থাকার চিহ্ন। বাঙালি হিন্দু বিবাহিতা মহিলারা কখনও এগুলি খোলেন না। এর সঙ্গেই তাঁর সংযোজন, মুসলিম মহিলারা প্রায় সকলেই নাক ফুটিয়ে ছোট্ট একটা জুয়েলারি পরেন। আমি জানতে খুব আগ্রহী মুসলিম মহিলাদেরও কি এই অলঙ্কার খুলতে বাধ্য করা হয়েছিল? একেবারে বিস্ফোরক প্রশ্ন তুলে দিয়েছেন তথাগত রায়।

এদিকে তথাগত রায়ের এই টুইটের পরে কার্যত ঝড় উঠেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, রাজস্থানেও একবার সরকারি পরীক্ষাকেন্দ্রে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র খুলতে বাধ্য় করা হয়েছিল। অপর একজন লিখেছেন, আমি বিবাহিতা নই। কিন্তু আমাকেও চেন, আংটি, দুল, এমনকী পায়ের রিংও খুলতে বলা হয়েছিল। এবার টেট পরীক্ষাতেও তেমন নিয়ম দেখছি। কিন্তু এই ধরনের অপমানজনক আচরণ একাধিক পরীক্ষাতেই হয়। একাধিকবার এই অভিজ্ঞতার মুখোমুখি আমি হয়েছি। অপর একজন লিখেছেন, অবাক হওয়ার কিছু নেই। এসএসসি, ব্যাঙ্ক, রেল সহ বিভিন্ন পরীক্ষাতেই এই ধরনের প্রবণতা রয়েছে। সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে।

এদিকে এভাবে পরীক্ষায় ঢোকার মুখে শাঁখা পলা খুলতে বাধ্য় করার ঘটনার বিরুদ্ধে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন।

 

বন্ধ করুন