লোকসভা নির্বাচনের আগে দানপত্রের স্ট্যাম্প ডিউটিতে ছাড় নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সম্পত্তি মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এবার সেই নিয়ম তুলে দেওয়া হল। এবার ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ টাকা দিতে হবে। অর্থাৎ ০.৫ শতাংশের হিসাবে যদি আপনার স্ট্যাম্প ডিউটি ১,২০০ টাকা হয়, তাহলেও আপনাকে ১,০০০ টাকা দিতে হবে।
আরও পড়ুন: ভিনরাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন পরিযায়ী শ্রমিক, ঘোষণা বাজেটে
শুধু দানপত্রে ছাড়ের কথাই নয়, লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড দেওয়ার নীতি ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেটে জানান, সব রকমের সরকারি বিভাগ, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত সবক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। এরফলে স্বাভাবিকভাবে সুবিধা হবে জমি প্রাপকদের। ফ্রি হোল্ড অর্থাৎ জমিকে সম্পূর্ণ মালিকাধীন করা হবে। সেক্ষেত্রে যাতে জমি প্রাপকদের সুবিধা হয় এবং স্বচ্ছতা থাকে তার জন্য পোর্টাল চালু করা হবে। কীভাবে লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করা হবে সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাজেটে। সেক্ষেত্রে সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ দিলে লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড জমি করা হবে। একই সঙ্গে রাজ্যের হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের লাক্সারি করের বকেয়া থেকে মুক্তি দেওয়ার জন্য সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করার বিষয়ে প্রস্তাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সে ক্ষেত্রে করের উপর জরিমানা এবং সুদে ছাড় দেওয়া হবে। এর ফলে ৫০০০ হোটেল এবং রেস্টুরেন্ট মালিক উপকৃত হবেন বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য।