বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Spiderman Arrested: লালবাজারের হাতে গ্রেফতার ‘‌স্পাইডারম্যান’‌, খাস কলকাতায় কী করত সে?

Spiderman Arrested: লালবাজারের হাতে গ্রেফতার ‘‌স্পাইডারম্যান’‌, খাস কলকাতায় কী করত সে?

ধরা পড়ে গেল স্পাইডারম্যান।

সম্প্রতি শেক্সপিয়ার সরণির একটি বাড়িতে চুরি করে রবিউল। সেই অভিযোগ থানা এবং লালবাজারে জমা পড়ে। অভিনব এই চুরি দেখে সন্দেহ হতেই তদন্ত শুরু হয়। তখনই উঠে আসে এই স্পাইডারম্যানের কথা। রবিউল গাজি নামে ওই ‘স্পাইডারম‌্যান’ ট‌্যাংরার বাসিন্দা।

লালবাজারের গোয়ান্দাদের হাতে ধরা পড়ে গেল স্পাইডারম্যান। পুলিশ এই ব্যক্তিকে ‘স্পাইডারম‌্যান’ নামেই চেনে। কারণ এই ব্যক্তি অনায়াসে দেওয়াল বেয়ে উপরে উঠে হাতসাফাই করতে দক্ষ। রেন ওয়াটার পাইপ আর কার্নিশ বেয়েই সে এই কাজ করে থাকে। দ্রুতগতিতে চারতলা বা পাঁচতলায় উঠে যায় সে। এই ব্যক্তির নাম রবিউল গাজি। আর এভাবেই আবাসনের ঘরের ভিতর ঢুকে চুরি করে মোবাইল, ল‌্যাপটপ, টাকা। খাস কলকাতার বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছিল ‘স্পাইডারম‌্যান’ রবিউল। এবার ধরা পড়ে গেল সে।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, সম্প্রতি শেক্সপিয়ার সরণির একটি বাড়িতে চুরি করে রবিউল। সেই অভিযোগ থানা এবং লালবাজারে জমা পড়ে। অভিনব এই চুরি দেখে সন্দেহ হতেই তদন্ত শুরু হয়। তখনই উঠে আসে এই স্পাইডারম্যানের কথা। রবিউল গাজি নামে ওই ‘স্পাইডারম‌্যান’ ট‌্যাংরার বাসিন্দা। শেক্সপিয়র সরণির এই বাড়ির চারতলার ফ্ল‌্যাটের ভিতরে ঢুকে সাতটি মূল‌্যবান মোবাইল এবং সাড়ে ন’হাজার টাকা চুরি করে স্পাইডারম্যান রবিউল।

তারপর ঠিক কী ঘটল?‌ গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়া হয় লালবাজারে। লালবাজারের গোয়েন্দারা ওই বাড়ি এবং সংলগ্ন জায়গার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই ধরা পড়ে রবিউল ও তার এক সঙ্গীর ছবি। আর বুঝতে অসুবিধা হয়নি এই চোর কে। তাই ‘স্পাইডারম‌্যান’ রবিউলকে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তার সঙ্গীর কাছ থেকে উদ্ধার করা হয় ওই চুরির টাকা। আর রবিউলকে জেরা করে এখনও পর্যন্ত তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর,‌ দফায় দফায় জেরার মুখে গ্রেফতার হওয়া স্পাইডারম্যান রবিউল জানিয়েছে, চুরি করা মোবাইল–ল‌্যাপটপ এজেন্টদের দেয় সে। অনেক কম দামে মোবাইলগুলি বিক্রি করে এজেন্টদের কাছে। পাইপ, কার্নিশ, জানলা, দেওয়াল বেয়েও উঠে গিয়ে চুরি করতে পারে সে। তারপর ঘরের ভিতরে ঢুকে চুরি করে সে।

বন্ধ করুন