বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Debangshu Bhattacharya: সোশ্যাল মিডিয়া ইনচার্জ পদে দেবাংশু, বিজেপিকে ঠেকাতেই কি নয়া উদ্যোগ?‌

Debangshu Bhattacharya: সোশ্যাল মিডিয়া ইনচার্জ পদে দেবাংশু, বিজেপিকে ঠেকাতেই কি নয়া উদ্যোগ?‌

দেবাংশু ভট্টাচার্য। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)

এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেলেও অনেকে বলছেন, দেবাংশুর চাকরি তো যায়নি। বরং পদোন্নতি হল বলা যায়। সূত্রের খবর, বুধবার যুব তৃণমূলের তালিকা প্রকাশের পর রাতে দেবাংশু অভিষেকের অফিসে গিয়েছিলেন। তারপর তাঁকে আজ, বৃহস্পতিবার এই পদ দেওয়া হয়েছে।

যুব তৃণমূল কংগ্রেসের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছিল। আর তা নিয়ে রাজ্য–রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে গিয়েছিল। আজ, বৃহস্পতিবার সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিয়ে তিনি ফেসবুক লাইভ করে জানিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেসেই আছেন এবং থাকবেন। হ্যাঁ, তিনি তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এই ফেসবুক লাইভের পর দেবাংশুকে বিকল্প পদে পুনর্বাসন দিল তৃণমূল কংগ্রেস। তাঁকে দলের বাংলা ইউনিটের সোশ্যাল মিডিয়া ইনচার্জ পদের দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাহলে কী তিনি তৃণমূল কংগ্রেসের মালব্য?‌ এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেলেও অনেকে বলছেন, দেবাংশুর চাকরি তো যায়নি। বরং পদোন্নতি হল বলা যায়। সূত্রের খবর, বুধবার যুব তৃণমূলের তালিকা প্রকাশের পর রাতে দেবাংশু অভিষেকের অফিসে গিয়েছিলেন। তারপর তাঁকে আজ, বৃহস্পতিবার এই পদ দেওয়া হয়েছে। কারণ, তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া সেল এখন দেখেন অভিষেকের এক ভাই ও বোন। দেবাংশু তাঁদেরকে এখন থেকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন প্রচারে।

ঠিক কী বলছেন দেবাংশু?‌ এই নতুন দায়িত্ব পেয়ে খুশি দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, ‘‌বিজেপির মতো ফেক নিউজ নয়। আসল সত্যি খবর মানুষের কাছে পৌঁছে দেব। আমার যা পরিচিতি তা সোশ্যাল মিডিয়া থেকেই। এই দায়িত্ব পেয়ে আমি খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। গতকাল আমার ফেসবুক বায়ো বদল করেছিলাম। যুব শাখায় নেই তাই বদল করেছিলাম। আমার কোনও মান–অভিমান নেই।’‌

আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতিতে এদিন বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলকে সুসংগঠিতভাবে গড়ে তুলতে হবে। আর দলের কথা যাতে ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাই দেবাংশুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের বিষয়টিকে সার্বিক সাংগঠনিক কাঠামোও দেওয়া হবে। জেলা, ব্লক ও অঞ্চল স্তরেও এই আইটি সেল গড়ে তোলা হবে।

বন্ধ করুন