বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পঞ্চায়েতের কাজে পেশাদারি ছোঁয়া আনতে সদস্যদের ক্লাস শুরু IIM কলকাতায়

পঞ্চায়েতের কাজে পেশাদারি ছোঁয়া আনতে সদস্যদের ক্লাস শুরু IIM কলকাতায়

আইআইএম কলকাতা।

সুষ্ঠু নাগরিক পরিষেবা দেওয়ার জন্য হাতেকলমে এই প্রশিক্ষণ শুরু হয়েছে গত বুধবার থেকে। আইআইএম কলকাতা পঞ্চায়েতের সদস্যের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এটিই হল তাদের প্রথম ব্যাচ। এর পরে ধাপে ধাপে অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৫ দিন ধরে দেওয়া হবে এই প্রশিক্ষণ।

পঞ্চায়েতে ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য এবং প্রধানদের বিরুদ্ধে। অতীতে বিভিন্ন সময়ে এই অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেক্ষেত্রে তৃণমূলের দিকেই বেশি অভিযোগের আগুল উঠে থাকে। এই অবস্থায় দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে চাইছে তৃণমূল। তার জন্য দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে চাইছে ঘাসফুল। ইতিমধ্যেই নতুন পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে। আর সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের আইআইটি খড়গপুর এবং আইআইএম কলকাতার তরফে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতোই পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়ে গেল। 

আরও পড়ুন: পঞ্চায়েতের আয় বৃদ্ধির জন্য অনলাইনে জোর, IIM-এ প্রশিক্ষণ সহ একগুচ্ছ প্ল্যান

সুষ্ঠু নাগরিক পরিষেবা দেওয়ার জন্য হাতেকলমে এই প্রশিক্ষণ শুরু হয়েছে গত বুধবার থেকে। আইআইএম কলকাতা পঞ্চায়েতের সদস্যের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এটিই হল তাদের প্রথম ব্যাচ। এর পরে ধাপে ধাপে অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৫ দিন ধরে দেওয়া হবে এই প্রশিক্ষণ। নাগরিকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের পঞ্চায়েত দফতর পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আইআইএম কলকাতা এবং আইআইটি খড়গপুরের সঙ্গে একটি চুক্তি করেছে।

এবিষয়ে পঞ্চায়েত সচিব পি উলাগানাথন বলেছেন, ‘পঞ্চায়েত স্তরে ব্যবস্থাপনা হল খুবই গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চায়েত সদস্যের একবারে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করতে হয়। তাই আমরা এই পরিকল্পনা করেছি। আমরা আইআইএম এবং আইআইটি খড়গপুর এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছি। সেখানে প্রতিনিধিদের কাজ পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিষয়ে তাঁদের শেখানো হবে। এটি তাঁদের অনেক সাহায্য করবে।’

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রথম দিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বিশ্বের সেরা সংস্থাগুলি পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ দিচ্ছে। এরফলে সাধারণ মানুষ আরও ভালো পরিষেবা পাবেন।’ পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, এক লক্ষেরও বেশি পঞ্চায়েত প্রতিনিধিকে পাঁচটি বিভাগে ৫১ ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ মডিউলটিতে কেস স্টাডি, সমস্যার বাস্তব উদাহরণ এবং তাদের সমাধান দেখানো হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

 

বন্ধ করুন