ফের সংঘাতের পথে কেন্দ্র ও রাজ্য। আবারও রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের আইন–শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের এই দুই আধিকারিককে চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। তাতে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দিল্লিতে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। যদিও এবারও দুই শীর্ষ আমলাকে দিল্লি পাঠানোর ক্ষেত্রে অব্যাহতি চেয়ে পাল্টা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। ভিডিও কনফারেন্সে তাঁদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে নবান্ন।
ডায়মন্ড হারবারে বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার ঘটনা থেকেই এই সংঘাতের সূত্রপাত। এ ব্যাপারে রিপোর্ট চেয়ে ১৪ ডিসেম্বর রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। সে বার সেই হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি পাঠান আলাপন বন্দ্যোপাধ্যায়। তাতে জানানো হয়, এই মুহূর্তে তাঁদের দিল্লি যাওয়া সম্ভব নয়। একইসঙ্গে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রকে প্রয়োজনীয় রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরে আগে ফের তলব করা হল রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে।
যদিও এবারও প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য। স্বরাষ্ট্রসচিবের তলবের প্রত্যুত্তরে বলা হয়েছে, কাজের প্রচুর চাপ রয়েছে। এত দ্রুত পুলিশ–প্রশাসনের দুই আমলাকে দিল্লি পাঠানো সম্ভব নয়। তা ছাড়া করোনা আবহে সংক্রমণের একটা ভয়ও থেকে যাচ্ছে। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সেরে নেওয়ার প্রস্তাব দিয়েছে নবান্ন। তবে এখনও পর্যন্ত এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক বা স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে নবান্নের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা তার কোনও খবর নেই।