ব্রিটেনে হিন্দু মন্দিরে ইসলামি চরমপন্থীদের হামলার ঘটনায় ব্রিটিশ কলকাতায় ব্রিটিশ দূতাবাসের কাছে বিক্ষোভ দেখাল বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার দুপুরে কলকাতায় ব্রিটিশ উপদূতাবাস অভিযানের ডাক দেয় সংগঠনটি। হাজির ছিলেন RSS নেতা জিষ্ণু বসু ও VHP নেতা সৌরীশ মুখোপাধ্যায়।
ব্রিটেনের লিস্টারে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে VHP নেতৃত্ব। RSS নেতা জিষ্ণু বসু বলেন, ‘যে ভাবে মন্দিরে জেহাদি হামলা হয়েছে তার পরে শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। আমাদের সঙ্গে ব্রিটিশ আধিকারিকদের কথা হয়েছে। আমরা তাদের জেহাদিদের কড়া বার্তা দিতে বলেছি’।
এদিন মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় বলেন, ‘ব্রিটেনে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যার্থ সেদেশের সরকার। আমরা সেদেশের হিন্দুদের ও হিন্দু ধর্মস্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি’।