আজ কলকাতায় সরকারি অনুষ্ঠান থেকে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই বারাসতে বিজেপির দলীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা মোদীর। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা সন্দেশখালির নির্যাতিতাদের। সেখান থেকেই সন্দেশখালি কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঝড় তুলতে পারে পদ্ম শিবির। তবে এই সবের আগেই বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। এছাড়া আইসিডিএস সহকারীদের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল। আজ সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তার মাধ্যমে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। (আরও পড়ুন: '২০২৬ পর্যন্ত টিকবে না তৃণমূল সরকার', '১-২ জনের গ্রেফতারি' নিয়ে বিস্ফোরক অভিজিৎ)
আরও পড়ুন: দেশজুড়ে মোদীর গ্রহণযোগ্যতা বেড়ে ৭৫ শতাংশ, পূর্ব ভারতে তা কত? যা দাবি সমীক্ষার…
আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আশা মেয়েরা আমাদের অনেক কাজ করে। আমাদের গর্ব। এপ্রিল মাস থেকে তাঁদের বেতন ৭৫০ টাকা বাড়ানো হল। অঙ্গনওয়াড়ি কর্মীরা ৮ হাজার ২৫০ টাকা মতো পান ৷ তাঁদেরও এপ্রিল মাস থেকে ৭৫০ টাকা বেতন বৃদ্ধি পেল ৷ আইসিডিএস হেল্পারদের বেতনও ১ এপ্রিল থেকে ৫০০ টাকা করে বাড়ানো হল।' এর আগে, গতকাল, মঙ্গলবার রাত ১০ টা ২ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করে লেখা হয়েছিল, সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা, সময়- সকাল ১০ টা'। তবে কী নিয়ে এই ঘোষণা করা হবে, তা নিয়ে কারও কোনও ধারণা ছিল না। এই আবহে মানুষের মনে প্রবল আগ্রহ এবং কৌতুহল জন্ম নেয়। উল্লেখযোগ্য ভাবে মুখ্যমন্ত্রী এই ঘোষণার জন্য এমন একটি সময় বেছে নিয়েছেন, যে সময় কলকাতার বিভিন্ন মেট্রো প্রকল্পের উদ্বোধনে ব্যস্ত থাকবেন মোদী।
বিগত কয়েক মাস ধরে বিশাল চাপে আছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। রেশনের চাল চুরি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির মতো মামলায় নাজেহাল তৃণমূল। বিগত দিনে দলের বহু হেভিওয়েট নেতা জেলে গিয়েছেন। এই সবের মাঝেই সামনে আসে সন্দেশখালি কাণ্ড। ইডির ওপর হামলা দিয়ে ঘটনার সূত্রপাত। এরপর সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শহজাহানের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের একের পর এক বিস্ফোরক সব অভিযোগ আসতে থাকে। জমি দখল থেকে শুরু করে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অন্যান্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই আবহে রাজ্যে মহিলা ভোট হারানোর আশঙ্কায় আছে তৃণমূল। বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছিলেন মমতা। তবে সন্দেশখালি কাণ্ডের পর সেই 'ভোট ব্যাঙ্কে' চিড় ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে বারাসতে মোদী যখন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে চলেছেন, সেখানে তৃণমূল এখনও যৌন নির্যাতনের অভিযোগ মানতে নারাজ।
এদিকে আগামী ১০ মার্চ ব্রিগেডে বড় সভার ডাক দিয়েছে তৃণমূল। সেই সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এবারের ব্রিগেডের সভায় রেকর্ড সংখ্যক ভিড় করার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তার প্রচারও চলছে। এই আবহে আজকে মোদীর বঙ্গ সফরের মাঝে সোশ্যাল মিডিয়া বার্তায় মমতা রাজ্যের আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন।