বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুখ্যমন্ত্রী ধরনায় বসতেই কেন্দ্রীয় সরকার পাঠাল টাকা, প্রায় ১ হাজার কোটি বরাদ্দ

মুখ্যমন্ত্রী ধরনায় বসতেই কেন্দ্রীয় সরকার পাঠাল টাকা, প্রায় ১ হাজার কোটি বরাদ্দ

ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, শুক্রবার সেই প্রকল্প খাতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক বাংলার জন্য ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। যা প্রায় ১ হাজার কোটি টাকার কাছাকাছি। তবে এই টাকা পাঠানোর নেপথ্যে আছে বিরাট অভিসন্ধি। যাতে রাজ্যের উপর চাপ বাড়ানো হয়েছে। জলশক্তি মিশনের আওতায় কেন্দ্র–রাজ্য অংশীদারিত্বের অনুপাত হল ৫০:৫০।

একেবারে চেনা ছকে খেলা। একাধিক প্রকল্পের বকেয়ার দাবিতে আজ, শুক্রবার থেকে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সবার চোখ রেড রোডের মঞ্চে। আর ঠিক তখনই নরেন্দ্র মোদীর সরকারের থেকে মিলল টাকা। জল জীবন মিশনে রাজ্যকে বড় অঙ্কের কয়েক কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। আজ কালো শাড়ি পরে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে সঙ্গেই আসে টাকা। তবে এটা একশো দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা নয়। এটা অন্য খাতের টাকা পাঠানো হয়েছে। এটা কি কাকতালীয়?‌ উঠছে প্রশ্ন।

এদিকে রাজ্যের নির্দিষ্ট প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তবে এটা একেবারেই কাকতালীয় নয়। এই টাকা দিয়ে আসলে রাজ্য সরকারকে চাপে রাখতে চাইল কেন্দ্রীয় সরকার। কারণ যে প্রকল্পের জন্য টাকাটা দেওয়া হচ্ছে সেটা ৫০:‌৫০ অনুপাতে বিভক্ত। সুতরাং ততটা টাকাই দিতে হবে রাজ্য সরকারকে। অথচ দেখানো গেল, ভারত সরকার টাকা পাঠিয়েছে। এই সুন্দর কৌশলেই খেলে দিল কেন্দ্র। যা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা। কেন্দ্রীয় সরকার এবার যে অর্থ বরাদ্দ করেছে সেটা অবশ্য বাংলার বকেয়া পাওনা নয়।

অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী থাকাকালীন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়ার প্রকল্প নেন। কলকাতায় যে সুবিধা আছে সেটা কিন্তু জেলায় নেই। তাই নলকূপের জল এখনও পানীয় হিসাবে মানুষজন ব্যবহার করেন। যদিও বাংলায় আর্সেনিকের সমস্যা প্রবল। তাই নদীর বা হ্রদের জল তথা সারফেস ওয়াটার পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহ করার যোজনা নেওয়া হয়। এই প্রকল্পে সাহায্যের জন্য ইউপিএ সরকারের জমানা থেকেই একটি যোজনা ছিল। তার নাম জাতীয় রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন। এটাই নরেন্দ্র মোদী জমানায় নতুন নামকরণের মাধ্যমে হয়েছে জল জীবন মিশন। এবার এই প্রকল্পের খাতে টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‌ ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শোরগোল, শিক্ষিকারা ঘেরাও করলেন অর্থ আধিকারিককে

এছাড়া আজ, শুক্রবার সেই প্রকল্প খাতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক বাংলার জন্য ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। যা প্রায় ১ হাজার কোটি টাকার কাছাকাছি। তবে এই টাকা পাঠানোর নেপথ্যে আছে বিরাট অভিসন্ধি। যাতে রাজ্যের উপর চাপ বাড়ানো হয়েছে। জলশক্তি মিশনের আওতায় কেন্দ্র–রাজ্য অংশীদারিত্বের অনুপাত হল ৫০:৫০। সুতরাং রাজ্য সরকারকেও এই প্রকল্প খাতে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করতে হবে। এটা বাড়তি চাপ। জল জীবন মিশন খাতে কেন্দ্র টাকা রিলিজ করে জানিয়ে দিয়েছে, ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারকেও একই পরিমাণ টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে। চিঠিতে আরও জানানো হয়েছে, এই টাকা কোনওভাবেই অন্য খাতে ঘোরানো যাবে না।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, তারই মাঝে নীলাঞ্জনা বললেন ‘আমি ভালো নই হয়ত…’ T20তে ৩০০ নয়! টেস্টে একদিনে ৪০০ করার টার্গেট গৌতির! চোখে সরষে ফুল দেখছে কিউয়িরা… সলমনের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় মুনাওয়ার ফারুকি!হুমকি পেলেন কমেডিয়ান ধোনির জন্য নয়! IPL-এ এমনিই ফিরেছে বাতিল আনক্যাপড প্লেয়ার রুল! বলছেন চেয়ারম্যান… বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস 'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, 'মা'য়ের থেকে কী চাইলেন? শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের হাতে পর্যুদস্ত! জাদেজা-অশ্বিনে বাড়তি সতর্ক কিউয়িরা 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের? সমকোণে 'মুখোমুখি' পুজো ও দ্রোহের কার্নিভাল, নেতাজি মূর্তিতে মিলবে উৎসব-প্রতিবাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.