বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > NEP 2020: রাজ্য মানবে না নয়া শিক্ষানীতি, মোদীর বৈঠকের পর সাফ জানালেন পার্থ

NEP 2020: রাজ্য মানবে না নয়া শিক্ষানীতি, মোদীর বৈঠকের পর সাফ জানালেন পার্থ

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি

পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ‘‌এই মুহূর্তে আমাদের মহামারীর সঙ্গে লড়াই করা উচিত। নতুন শিক্ষানীতি লাগু করাটাই এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় নয়।’‌

‘‌এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কেন্দ্রের নয়া শিক্ষানীতি চালু করার প্রশ্নই ওঠে না। রাজ্য এই শিক্ষানীতি মানবে না।’‌ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে সোমবারের ভার্চুয়াল বৈঠকের পর এই কথাই বললেন বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা ভাষার নাম না থাকার কথাও এদিন বৈঠকে উল্লেখ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিনের বৈঠক শেষে তিনি বলেন, ‘‌এই শিক্ষানীতি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্রীয় শিক্ষানীতিতে রাজ্যের ভূমিকা খর্ব করা হচ্ছে। বঞ্চিত করা হচ্ছে বাংলা ভাষাকে। বাংলার মতো সমৃদ্ধ ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাদ ওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।’

এদিকে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘‌নতুন এই শিক্ষানীতি বাস্তবায়নে সর্বাধিক নমনীয়তা দেখাতে হয়েছে। আমরা সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এবং সমস্যা সমাধানের চেষ্টা করেছি।’‌‌

নয়া শিক্ষানীতিতে এম ফিল তুলে দেওয়ার সিদ্ধান্ত ও জাতীয় শিক্ষা সংসদ গঠন নিয়েও আপত্তি জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌এই শিক্ষানীতি তৈরির সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করা দরকার। এই মুহূর্তে আমাদের মহামারীর সঙ্গে লড়াই করা উচিত। নতুন শিক্ষানীতি লাগু করাটাই এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় নয়।’‌

বন্ধ করুন