এটিই কলকাতার প্রথম ভূগর্ভস্থ গাড়ির টানেল বলা যেতে পারে। এটি নিউটাউন-এয়ারপোর্ট আন্ডারপাস প্রকল্পের প্রথম ধাপ মাত্র। এয়ারপোর্টের যান চলাচল সুষ্ঠু করতে এই আন্ডারপাসের মাধ্যমে ট্রাফিককে ভাগ করা হচ্ছে।
1/5শীঘ্রই চালু হতে চলেছে কলকাতার প্রথম মাল্টি-টায়ার আন্ডারপাস। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এই আন্ডার পাস চালু হবে। ২০২২ সালের জুলাই মাসে এই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়েছিল। বর্তমানে এটি আংশিকভাবে চালু করার জন্য তৈরি হয়ে গিয়েছে। এই আন্ডারপাসের মাধ্যমে নিউটাউন, রাজারহাট ও বিমানবন্দর থেকে আগত যানগুলির চলাচল আরও সুগম হবে। চলতি মাসেই আন্ডারপাসটি চালু হয়ে যাবে। ফাইল ছবি: টুইটার (Biswa Bangla)
2/5আন্ডারপাসের উপরের স্তরটি সল্টলেক এবং করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুল তীর্থ এবং ইউনিটেকের থেকে আসা গাড়ি এবং দু-চাকার বাইকের জন্য করা হয়েছে। ফাইল ছবি: কেএমডিএ (Biswa Bangla)
3/5এটিই কলকাতার প্রথম ভূগর্ভস্থ গাড়ির টানেল বলা যেতে পারে। এটি নিউটাউন-এয়ারপোর্ট আন্ডারপাস প্রকল্পের প্রথম ধাপ মাত্র। এয়ারপোর্টের যান চলাচল সুষ্ঠু করতে এই আন্ডারপাসের মাধ্যমে ট্রাফিককে ভাগ করা হচ্ছে। ফাইল ছবি: টুইটার (Biswa Bangla)
4/5 অন্যদিকে আন্ডারপাসের দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের ঠিক ৮ মিটার নিচে তৈরি করা হয়েছে। এতে শুধুমাত্র পথচারীরা যেতে পারবেন। অর্থাত্, চার চাকার গাড়ি, হালকা মোটর যান এবং দুই চাকার মোটরসাইকেল এসে এই প্রথম স্তর দিয়ে নিচের দিকে নেমে যাবে। অন্যদিকে, দ্বিতীয় স্তরের আন্ডারপাসের মাধ্যমে যাত্রীরা পারাপার করবেন। আর প্রধান সড়ক দিয়ে বাস ও ট্রাকের মতো ভারী যানবাহনগুলি চলাচল করবে। ফাইল ছবি: কেএমডিএ (Biswa Bangla)
5/5মোট চারটি লেন থাকবে এই আন্ডারপাসে। প্রায় ৭ মিটার চওড়া এবং ৩২০ মিটার দীর্ঘ হবে। এর মাধ্যমে বিশ্ববাংলা গেটের ঠিক নিচে বিশ্ববাংলা সরণি পার করা যাবে। আন্ডারপাসটি তৈরি করতে প্রায় ৬৮ কোটি টাকা খরচ করা হয়েছে। ফাইল ছবি: বিশ্ব বাংলা (Biswa Bangla)