বাংলা নিউজ > বাংলার মুখ > Sukanya Mondal Lottery Jackpot: ‘ভাগ্যবতী’ সুকন্যার আরও লটারি জয়ের খোঁজ পেল CBI, ‘জ্যাকপটে’ পেয়েছেন কত টাকা?

Sukanya Mondal Lottery Jackpot: ‘ভাগ্যবতী’ সুকন্যার আরও লটারি জয়ের খোঁজ পেল CBI, ‘জ্যাকপটে’ পেয়েছেন কত টাকা?

গরু পাচারকাণ্ডের তদন্ত নেমে অনুব্রত মণ্ডলের লটারি ... more

গরু পাচারকাণ্ডের তদন্ত নেমে অনুব্রত মণ্ডলের লটারি জয় নজরে আসে সিবিআই তদন্তকারীদের। তদন্তকারীদের অনুমান, কালো টাকা সাদা করার মাধ্যম হিসেবে এই লটারিকে ব্যবহার করা হয়েছে। এর আগে অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যার ৪টি লটারি জয়ের বিষয়ে জানতে পেরেছিলেন তদন্তকারীরা। এবার সুকন্যা মণ্ডলের নামে আরও এক লটারি জয়ের খোঁজ পেল সিবিআই। জানা গিয়েছে, সুকন্যার নামে ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।