বাংলা নিউজ > হাতে গরম > অগস্ট থেকে সস্তা হচ্ছে গাড়ি ও টু হুইলার, ছাড় মোটর বিমা নীতিতে

অগস্ট থেকে সস্তা হচ্ছে গাড়ি ও টু হুইলার, ছাড় মোটর বিমা নীতিতে

পয়লা অগস্ট মাস থেকে ভারতে সস্তা হতে চলেছে গাড়ির দাম।

১ অগস্ট থেকে কার্যকর হবে নতুন আইন, যার ফলে ওই মাসে চার গাড়ির বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিমা নীতিতে পরিবর্তনের ফলে আগামী অগস্ট মাস থেকে ভারতে সস্তা হতে চলেছে গাড়ির দাম। স্বাভাবিক ভাবেই আশায় বুক বাঁধছেন গাড়ি ব্যবসায়ীরা।

গত জুন মাসে ইনসিওরেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) একটি নতুন আই পাশ করার ফলে গাড়ি কেনার সময় দীর্ঘমেয়াদী গাড়ি বিমা প্যাকেজ কেনা আর আবশ্যিক হবে না। আগামী ১ অগস্ট থেকে কার্যকর হবে নতুন আইন, যার ফলে ওই মাসে চার চাকা এবং দু’ চাকার গাড়ির বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বর্তমানে নতুন চার চাকার গাড়ি কিনতে গেলে তিন বছরের দীর্ঘমেয়াদী বিমা প্যাকেজ কেনা বাধ্যতামূলক। পাশাপাশি, টু হুইলারের ক্ষেত্রে ৫ বছরের বিমা প্যাকেজ কিনতে হয়। কিন্তু ১ অগস্ট থেকে এই নিয়ম আর থাকছে না। যার ফলে দুই ও চার চাকার গাড়ির দাম কিছু কমবে।

তিন ও পাঁচ বছরের বিমা প্রকল্পের পরিবর্তে অগস্ট থেকে গ্রাহককে বাধ্যতামূলক তিন বছরের থার্ড পার্টি মোটর ইনসিওরেন্স প্যাকেজ কিনতে হবে। নতুন টু হুইলারের ক্ষেত্রে পাঁচ বছরের থার্ড পার্টি ইনসিওরেন্স প্যাকেজ কিনতে হবে। 

বন্ধ করুন