আনলক ৪-এ যাত্রীদের স্বার্থে আরো বেশি সংখ্যক ঘরোয়া বিমান চালাবার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। কোভিডের আগে বিমানসংস্থারা যত প্লেন চালাত, তার ৬০ শতাংশ এবার থেকে চালাতে পারবে তারা।
এর আগে ২৬ জুন বিমান সংস্থাগুলিকে নিজেদের ক্ষমতার ৪৫ শতাংশ ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। প্রাথমিক ভাবে লকডাউনের পর যখন ঘরোয়া বিমান চালু হয়, তখন ৩৩ শতাংশ বিমান চালানোর ছাড়পত্র মিলেছিল। ধীরে ধীরে চাহিদা বাড়ছে, সেই অনুযায়ী কোভিড সম্পর্কিত সব বিধিনিষেধ খেয়াল রেখে আসতে আসতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।
তবে এখনও প্লেনে ৫০-৬০ শতাংশের বেশি যাত্রী হচ্ছে না কারণ যে হারে কোভিডের সংখ্যা বাড়ছে দেশ জুড়ে, সেখানে খুব প্রয়োজন না পড়লে কেউ যাত্রা করতে চাইছেন না।
আন্তর্জাতিক প্লেন এখনও স্বাভাবিক পরিষেবা চালু হয়নি। শুধু বন্দে ভারত মিশনের আওতায় বিমান আসছে। এছাড়া কিছু দেশের সঙ্গে বিশেষ ট্র্যাভেল বাবল করে বিমান চলাচল করছে।
দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৩৭ লক্ষের বেশি। করোনায় মারা গিয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ।