
লখনউ আদালতে বিস্ফোরণ, আহত ২ আইনজীবী
১ মিনিটে পড়ুন . Updated: 13 Feb 2020, 01:57 PM IST- সঞ্জীব লোধি নামে এক আইনজীবীকে নিশানা করে বোমা ছোড়া হয়। ঘটনার জেরে আর এক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লোধি।
লখনউ আদালতে তীব্র বিস্ফোরণে আহত হলেন কমপক্ষে দুই জন আইনজীবী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আইনজীবীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই বিস্ফোরণ ঘটে।
আইনজীবীদের দুই গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘাত শেষে বিস্ফোরণ ঘটাল আদালত চত্বরে। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে তিনটি দেশি বোমা।
প্রাথমিক তদন্তে জানা গিযেছ, সঞ্জীব লোধি নামে এক আইনজীবীকে নিশানা করে বোমা ছোড়া হয়। ঘটনার জেরে আর এক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লোধি।
বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণের পরে লখনউয়ের জেলা আদালত চত্বর ঘিরে ফেলা হয়।
পশ্চিম লখনউয়ের অতিরিক্ত ডিসিপি বিকাশ চন্দ্র ত্রিপাঠি জানান, ‘আদালত চত্বরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এলাকাজুড়ে চিুরুনি-তল্লাশি চালানো হচ্ছে। সবে তদন্ত শুরু হয়েছে, এখনই এই বিষয়ে কিছু বলা যাবে না।’
এ দিনের হামলার প্রধান নিশানা আইনজীবী সঞ্জীব লোধি অবশ্য বিস্ফোরণে বিশেষ আঘাত পাননি।