বাংলা নিউজ > হাতে গরম > আবার বিশাখাপত্তনমের কারখানায় গ্যাস লিক করে মৃত কমপক্ষে ২, হাসপাতালে ৪
মঙ্গলবার ভোর রাতে বিশাখাপত্তনমের এক ওষুধ কারখানায় গ্যাস লিক করে কমপক্ষে দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। গটনায় কারখানায় আরও চার কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন।
অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম শহরের সাইমোর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড নামে সংস্থার কারখানা থেকে বেনজিমিডাজোল নামে গ্যাস লিক করতে শুরু করলে বিপদ দেখা দেয়।
এ দিন ভোরে পারওয়াদা থানার ইনস্পেক্টর উদয় কুমার জানিয়েছেন, ‘পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। যে দুই কর্মী মারা গিয়েছেন, তাঁরা গ্যাস লিক করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কোথাও গ্যাস ছড়িয়ে পড়েনি।’
প্রসঙ্গত, গত ৭ মে বিশাখাপত্তনমে কোরিয়ান সংস্থা এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড-এর কারখানায় বিষাক্ত পলিস্টাইরিন গ্যাস লিক করে ১২ জন মারা যান এবং প্রায় ১০০ জন অসুস্থ হয়ে পড়েন।
হাতে গরম খবর