বাংলা নিউজ > হাতে গরম > অবশেষে একটু কমল সোনার দাম, পতন রুপোর দামেও
চারটে ট্রেডিং সেশনের পর অবশেষে একটু কমল সোনার দাম। আজকে MCX-এ সোনার দাম ০.২ শতাংশ কমে হয়েছে ১০ গ্রাম পিছু ৪৬,৬২০ টাকা। অনেকটা কমেছে রুপোর দাম। প্রায় এক শতাংশ কমে এক কেজি রুপোর দাম হয়েছে ৪৩,৬০৭। এর আগের সেশনেই সোনার দাম একটা নয়া রেকর্ড গড়েছিল।
আন্তর্জাতিক বাজারে যদিও সোনার দাম একটু বেড়েছে। দুনিয়া জুড়ে রিসেশন আসতে পারে তার জেরে আরও দুর্লভ হচ্ছে এই ধাতু। শেয়ার বাজারের ওপর লোকের ভরসা কম, তাই সোনা বেশি করে কিনে রাখতে চাইছেন মানুষ। ফলে বাড়ছে দাম।
ভারতে গোল্ড বন্ড ইস্যু করার টাইমলাইন প্রকাশ করেছে কেন্দ্র। আড়াই শতাংশ সুদ মিলবে এতে, আট বছর বাদে ম্যাচুরিটি। দাম ধার্য করা হবে যেদিন কেনা হচ্ছে সেদিনকার মূল্য অনুসারে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ছয় বার সাবস্ক্রিপশন করা যাবে এই বন্ডে।
হাতে গরম খবর