বাংলা নিউজ > হাতে গরম > করোনা সংক্রমণের জেরে তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে বন্ধ হল সেনসেক্স

করোনার জেরে বিয়ার মার্কেট অব্যাহত থাকল ভারতীয় শেয়ার বাজারে। এদিন ১৭০৯ পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জ। ২৮,৮৬৯.৫১ পয়েন্টে বন্ধ হল সূচক। অন্যদিকে ৪৯৮.২৫ পয়েন্ট কমে ৮৪৬৮.৮০ পয়েন্টে শেষ করল নিফটি।

২০১৭ সালের জানুয়ারির পর এই প্রথম ২৯ হাজারের নিচে বন্ধ হল সেনসেক্স। ওএনজিসি ও আইটিসি ছাড়া সেনসেক্সের বাকি সব শেয়ার এদিন লোকসানের মুখ দেখে। সবচেয়ে বেশি ক্ষতি হয় ইন্ডাসিন্ড ব্যাঙ্কের। এছাড়াও বড় পতন হয়েছে পাওয়ার গ্রিড, কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক ও এনটিপিসি।

এদিন অদেয় রাজস্ব নিয়ে সুপ্রিম কোর্টের উক্তির পর বড় পতন দেখা দেয় টেলিকম ও ব্যাঙ্কিং সেক্টরের স্টকে। এদিন প্রত্যেকটি ক্ষেত্রসূচক লোকসানে বন্ধ হয়। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপেও বড় পতন হয়েছে।

এদিন আরও দুর্বল হয়ে ডলারের স্বাপেক্ষে ৭৪.৩৬ হয়েছে টাকার মূল্য। অন্যদিকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু হয়েছে ২৭.৭৩ ডলার।





বন্ধ করুন