বাংলা নিউজ > হাতে গরম > করোনার জেরে কটুক্তির শিকার উত্তর-পূর্বের নাগরিকরা, রাজ্যদের সতর্ক করল কেন্দ্র

করোনাভাইরাসের জেরে চিন্তায় গোটা বিশ্বের মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতেও প্রভাব পড়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে করোনার প্রকোপকে নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু এর মধ্যেই রাস্তা ঘাটে বিপাকে পড়ছেন উত্তর-পূর্বের নাগরিকরা। অনেক জায়গায় জাতিবিদ্বেষমূলক মন্তব্যের সম্মুখীন হচ্ছেন তাঁরা।।

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বুধবার জানিয়েছেন যে কড়া নির্দেশিকা রাজ্যগুলিকে পাঠিয়েছে মোদী সরকার। রাজ্যদের বলা হয়েছে যে যারা অপমানজনক কথা বলছেন উত্তর-পূর্বের নাগরিকদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।



অরুণাচল প্রদেশের নাগরিক কিরণ রিজিজু জানিয়েছেন তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর-পূর্ব ডিভিশনের সঙ্গে আলোচনা করেছেন। এটি মূলত সাংস্কৃতিক অজ্ঞতা, বোঝার অভাব ও নেতিবাচক মানসিকতার প্রতিফলন বলে জানিয়েছেন তিনি। ভারতে এখনও তিনটি মৃত্যু সহ ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বন্ধ করুন