
সময় চায় পরিবার, ইস্তফা দিলেন উইপ্রো সিইও আবিদালি নীমচওয়ালা
১ মিনিটে পড়ুন . Updated: 31 Jan 2020, 12:31 PM ISTএকান্ত পারিবারিক কারণেই তিনি সময় দিতে অক্ষম বলে অবসর নিচ্ছেন, জানিয়েছেন উইপ্রো-এর সিইও।
একান্ত পারিবারিক কারণেই তিনি সময় দিতে অক্ষম বলে অবসর নিচ্ছেন, জানিয়েছেন উইপ্রো-এর সিইও।
উইপ্রো সংস্থার সিইও পদ থেকে পদত্যাগ করলেন আবিদালি নীমচওয়ালা। তবে তাঁর উত্তরসূরির সন্ধান না পাওয়া পর্যন্ত এই পদে তিনি দায়িত্ব পাল করবেন বলে জানিয়েছেন।
শুক্রবার সকালে উইপ্রো-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বোর্ড অফ ডিরেক্টরস সিইও হিসেবে আবিদের উত্তরসূরি খুঁজে পাওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করে চলবেন যাতে ব্যবসায় কোনও প্রভাব না পড়ে এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সাবলীল হয়।’
পদত্যাগ সংক্রান্ত বিবৃতিতে এ দিন সকালে আবিদালি স্বয়ং জানিয়েছেন, ’৭৫ বছরের ঐতিহ্যশালী সংস্থা উইপ্রো-এর জন্য কাজ করে নিজেকে বিশেষ সম্মানিত ও সৌভাগ্যবান বোধ করছি। বিবর্তনের পথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি। গ্রাহক পরিতুষ্টি সংক্রান্ত বিষয়ে আমরা উচ্চ স্তরের পরিষেবা দিতে সফল হয়েছি।’
তাঁর দীর্ঘ পেশাদার জীবনে উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি এবং তাঁর ছেলে রিষদ প্রেমজির সমর্থন ও সহায়তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আবিদালি নীমচওয়ালা। একান্ত পারিবারিক কারণেই তিনি সময় দিতে অক্ষম বলে অবসর নিচ্ছেন, জানিয়েছেন উইপ্রো-এর সিইও।