অভিযোগ রয়েছে, কিছু পরীক্ষার্থীকে নিজেদের জামা খুলে সঙ্গে আসা অভিভাবকদের জামা পরতে বলা হয়েছে। নিট ইউজি ২০২৩ সালের পরীক্ষার হল-এ প্রবেশের আগে এনটিএর নয়া নীতি মেনে অনেককেই বাইরে গিয়ে কিনতে হয়েছে জামা।
1/4ফের একবার বিতর্কে নিট ইউজি পরীক্ষা। নতুন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর নতুন নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার বিতর্ক শুরু হয়েছে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এই পরীক্ষা চলাকালীন ঘটে যাওয়া দুটি ঘটনা ঘিরে বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে। অভিযোগ, নিট ইউজি পরীক্ষার চেকিংয়ের সময় বেশ কয়েকজন পরীক্ষার্থীকে জামা খুলে তা উল্টো দিক করে পরার কথা বলা হয়েছে। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। (প্রতীকী ছবি)
2/4অভিযোগ রয়েছে, কিছু পরীক্ষার্থীকে নিজেদের জামা খুলে সঙ্গে আসা অভিভাবকদের জামা পরতে বলা হয়েছে। নিট ইউজি ২০২৩ সালের পরীক্ষার হল-এ প্রবেশের আগে এনটিএর নয়া নীতি মেনে অনেককেই বাইরে গিয়ে কিনতে হয়েছে জামা। গুরুতর অভিযোগ রয়েছে, যে বহু মহিলা পরীক্ষার্থীর ব্রায়ের স্ট্র্যাপও দেখা হয়েছে। অভিযোগে বলা হচ্ছে, বহু পরীক্ষার্থীর অন্তর্বাস খুলতেও বলা হয়েছে। (প্রতীকী ছবি)
3/4শুধু সোশ্যাল মিডিয়া জুড়েই নয়, এমন অভিযোগ খোদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর কাছেও গিয়েছে। সদ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে এক চিকিৎসক দম্পতি এই ঘটনার তীব্র বিরোধিতা করেন। এদিকে অভিযোগ, হুগলির হিন্দমটরে এইচএমসি এজুকেশন সেন্টারে পরীক্ষার্থীদের অন্তর্বাস বদল ও প্যান্ট পাল্টে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বলা হচ্ছে, ‘বহু মহিলা পরীক্ষার্থীরা তাঁদের মায়ের লেগিংসের সঙ্গে জিনস অদলবদল করে নেন।’ (FWE).
4/4উল্লেখ্য, খোলা মাঠে পুরুষ ও মহিলা পরীক্ষার্থীদের এভাবে পোশাক বদল করার নির্দেশ এনটিএ দিয়েছে বলে অভিযোগ। যদিও এইচএমসি শিক্ষাকেন্দ্রের প্রধান এমন অভিযোগ নস্যাৎ করেছেন। যেখানে এক অভিভাবকের দাবি, বহু অপ্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকারা এই দায়িত্বে ছিলেন বলেই এমনটা ঘটেছে। (ছবিটি প্রতীকী, অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস)