বাংলা নিউজ > কর্মখালি > Employment News: বিরাট সুযোগ! ১ লাখ ভারতীয়কে চাকরি দিতে চাইছে তাইওয়ান, ইজরায়েলও চায় ইন্ডিয়ান কর্মী

Employment News: বিরাট সুযোগ! ১ লাখ ভারতীয়কে চাকরি দিতে চাইছে তাইওয়ান, ইজরায়েলও চায় ইন্ডিয়ান কর্মী

বিদেশে চাকরির সুযোগ (Thinkstock/ Representational image) (HT_PRINT)

তাইওয়ানে বেকারত্বের হার একেবারে তলানিতে। তবে শুধু তাইওয়ানেই নয়, ইজরায়েলেও ভারতীয়দের কাজের সুযোগ বাড়ছে। কারণ প্রচুর প্যালেস্তাইনের বাসিন্দা ইজরায়েলে কাজ করতেন। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তাইওয়ানে ভারতীয়দের জন্য কাজের বিরাট সুযোগ আসন্ন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে তাইওয়ানে অন্তত ১ লাখ ভারতীয়কে কাজে নেওয়া হবে। কারখানা, ফার্ম, হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে এই কাজের সুযোগ থাকছে। ব্লুমবার্গের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। 

সেটা আবার মাস খানেকের মধ্যেই হতে পারে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে ডিসেম্বরের মধ্য়ে দু দেশের মধ্য়ে এনিয়ে চুক্তি হতে পারে। 

কিন্তু তাইওয়ানে কেন কাজের সুযোগ বাড়বে ভারতীয়দের? আসলে তাইওয়ানে বৃদ্ধের সংখ্য়া বাড়ছে। মানে ২০২৫ সালের মধ্যে মোট জনসংখ্য়ার এক পঞ্চমাংশ হয়ে যাবেন বয়স্ক মানুষ। তার জেরে কর্মঠ মানুষের সংখ্য়া কমছে। কিন্তু চাহিদা ক্রমেই বাড়ছে। সেকারণে এবার ভারতীয়দের কাজ দিতে চায় তাইওয়ান। 

এদিকে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আগেই জানিয়েছিলেন, ভারত আর তাইওয়ানের মধ্য়ে কাজ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে সেকথা উল্লেখ করা হয়েছে। তাইওয়ানের শ্রম মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত দেশ তাদের শ্রমিক দিতে পারবে তাদের স্বাগত। 

এদিকে তাইওয়ানে বেকারত্বের হার একেবারে তলানিতে। তবে শুধু তাইওয়ানেই নয়, ইজরায়েলেও ভারতীয়দের কাজের সুযোগ বাড়ছে। কারণ প্রচুর প্যালেস্তাইনের বাসিন্দা ইজরায়েলে কাজ করতেন। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার জেরে সেই সব জায়গায় চাকরির সুযোগ ক্রমশ বাড়ছে। আর সূত্রের খবর ইজরায়েলও ভারত থেকে অন্তত ১ লাখ শ্রমিককে নিয়ে যেতে চাইছে। 

সব মিলিয়ে একদিকে তাইওয়ান ও অন্যদিকে ইজরায়েল ভারতীয় শ্রমিকদের জন্য় কাজের সুযোগ ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে এবার ভারত থেকে কতজন বিদেশে কাজ করতে যান সেটাই দেখার। 

এদিকে অনেকেরই বিদেশ গিয়ে চাকরি করার ইচ্ছা থাকে। তাদের জন্য এবার সুখবর। দুই দেশই চাইছে ভারতের শ্রমিকদের। কাজের দরজা খুলে যাচ্ছে বিদেশে। 

ভয়েস অফ আমেরিকাতেও এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, অন্তত ৯০,০০০ প্যালেস্তাইনের বাসিন্দাকে ইজরায়েল থেকে চাকরি ছাড়ানো হচ্ছে। সেই জায়গায় ভারতীয়দের সেখানে আনতে চাইছে ইজরায়েল।  

 

Haryana and JNK Election Haryana and JNK Election
কর্মখালি খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের পঞ্চমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.