
Government Jobs: দশম শ্রেণি পাশে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন, কর্মী নিয়োগ ভারতীয় নৌবাহিনীতে
১ মিনিটে পড়ুন . Updated: 26 Oct 2021, 10:16 PM IST- কতদিন আবেদন চলবে, জেনে নিন।
দশম শ্রেণি পাশে কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে নিয়োগ :
সেলার পদে (MR) পদে নিয়োগ করা হবে।
কটি শূন্যপদ :
মোট ৩০০জন কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি :
দেশের সমস্ত রাজ্য থেকেই আবেদন করা যাবে। লিখিত এবং শারীরিক পরীক্ষা হবে। এর জন্য ১,৫০০ জন যোগ্য প্রার্থীকে ডাকা হবে।
ইংরেজি এবং হিন্দি ভাষাতে পরীক্ষা হবে। বিষয় হিসেবে থাকবে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের প্রশ্ন। সবই দশম শ্রেণি স্তরের।
ন্যূনতম যোগ্যতা :
ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে।
বয়সের ঊর্ধ্ব ও নিম্নসীমা
জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ২০০২ থেকে ৩১ মার্চ ২০০৫-এর মধ্যে।
আবেদন শুরু কবে থেকে :
আগামী ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হবে।
আবেদনের শেষ তারিখ :
আবেদন করার শেষ তারিখ আগামী ২ নভেম্বর।
আবেদন পত্র কোথায় পাওয়া যাবে :
ভারতীয় নৌসেনার সরকারি ওয়েবসাইটে মিলবে আবেদনপত্র।
বেতন :
ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেতন ১৪,৬০০ টাকা। ট্রেনিং শেষের পর ম্যাট্রিক্স লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।