বাংলা নিউজ > কর্মখালি > বেসরকারি স্কুলের বকেয়া ফি দেওয়ার প্রতিবাদে মমতার বাড়ি যাচ্ছেন অভিভাবকরা

বেসরকারি স্কুলের বকেয়া ফি দেওয়ার প্রতিবাদে মমতার বাড়ি যাচ্ছেন অভিভাবকরা

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে মন্ত্রীর হাতে একটি দাবিপত্রও দেবেন অভিভাবকরা।

অভিভাবকদের দাবি, অন্যান্য ফি বাদ দিয়ে তাঁরা শুধুমাত্র টিউশন ফি মেটাবেন। রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা।

বেসরকারি স্কুলের বকেয়া ফি মেটানোর বিষয়ে শুক্রবার ফের বিক্ষোভে নামলেন অভিভাবকদের একাংশ। অন্যান্য ফি বাদ দিয়ে তাঁরা শুধুমাত্র টিউশন ফি মেটাবেন বলে দাবি জানিয়েছেন। এ নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে মন্ত্রীর হাতে একটি দাবিপত্রও দেবেন তাঁরা।

বেসরকারি স্কুলে বর্ধিত স্কুল ফি প্রত্যাহারের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিভাবকদের একটি সংগঠন৷ সোমবার সেই মামলার শুনানি ছিল৷ সেখানে হাইকোর্টের তরফে জানানো হয়, বকেয়া স্কুল ফি আগামী ১৫ অগস্টের মধ্যেই দিতে হবে৷ আপাতত ৪৫টি স্কুলে এই নিয়ম কার্যকর করতে হবে বলেও জানানো হয়েছে৷

এর পরই মাথায় হাত পড়ে অভিভাবকদের। অভিভাকদের সংগঠনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, শিক্ষা সচিব মণীশ জৈন ২০ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে বেসরকারি স্কুলগুলোকে ফি বাড়াতে নিষেধ করে। এখন স্কুল বন্ধ থাকায় বাস ভাড়া, লাইব্রেরি ফি, ল্যাবরেটরি ফি নেওয়া যাবে না বলেও জানান তিনি।

সচিবের সেই বিজ্ঞপ্তি এখনও কার্যকর হয়নি। তাই অবিলম্বে তা কার্যকর করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে দাবি পত্র দিচ্ছেন তাঁরা।

এদিকে বেসরকারি স্কুলগুলোর বক্তব্য, শুধু টিউশন ফি নিলে স্কুল পরিচালনা করা যাবে না। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দের বেতনও ঠিকমতো দেওয়া যাবে না। স্কুলের এই বক্তব্য মানতে নারাজ অভিভাবকদের সংগঠন। আজ, শুক্রবার কলকাতা-সহ গোটা রাজ্যে নিজের নিজের এলাকায় বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বন্ধ করুন