বাংলা নিউজ > কর্মখালি > HS 2024 Commerce Exam Review: ‘কয়েকটি অঙ্ক ঘোরানো’, উচ্চমাধ্যমিকের কস্টিংয়ের প্রশ্ন কেমন হল? কত নম্বর উঠবে?

HS 2024 Commerce Exam Review: ‘কয়েকটি অঙ্ক ঘোরানো’, উচ্চমাধ্যমিকের কস্টিংয়ের প্রশ্ন কেমন হল? কত নম্বর উঠবে?

HS 2024 Commerce Exam Review: আজ উচ্চমাধ্যমিকের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

HS 2024 Commerce Exam Review: কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা দিয়ে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হল আজ। বাণিজ্য বিভাগের সেটিই শেষ পরীক্ষা। আজ কেমন প্রশ্ন হল? সার্বিকভাবে উচ্চমাধ্যমিক কর্মাস পড়ুয়াদের কেমন নম্বর উঠতে পারে, তা দেখে নিন।

বিজনেস স্টাডিজের মতো একেবারে সহজ নয়, উচ্চমাধ্যমিকের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষার প্রশ্নপত্র বেশ ‘স্ট্যান্ডার্ড’ হয়েছে বলে জানালেন বাণিজ্য বিভাগের শিক্ষক কুন্তল কর্মকার। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে তিনি জানিয়েছেন, প্রশ্নপত্র খুব সহজ বা খুব কঠিন হয়নি। উচ্চমাধ্যমিক স্তরে পড়ুয়াদের জ্ঞান যাচাই করতে যেমন প্রশ্ন করা উচিত, সেরকমই এসেছে। কয়েকটি প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়েছে। যে পড়ুয়ারা মডেল টেস্ট পেপার প্র্যাকটিস করে গিয়েছিলেন, তাঁদের খুব একটা সমস্যা হবে না। বরং তাঁরা অনায়াসে ৮৫ থেকে ৯০ নম্বর পেয়ে যাবেন বলে আশাপ্রকাশ করেছেন বাণিজ্য বিভাগের শিক্ষক।

‘প্রশ্ন একদম হয়েছে, সেটা বলব না’

বাণিজ্য বিভাগের শিক্ষক বলেছেন, ‘স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। একদম সহজ বলব না। আবার খুব যে কঠিন হয়েছে, সেটাও বলব না। যে পড়ুয়ারা ভালো করে মডেল টেস্ট পেপার প্র্যাকটিস করেছিল, তাদের অবশ্য কোনও সমস্যা হবে না। তাদের পরীক্ষা ভালোই হবে। অধিকাংশ এমসিকিউ ওখান থেকেই এসেছে।’

'অঙ্কের কয়েকটি প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়েছে'

বাণিজ্য বিভাগের শিক্ষক বলেছেন, ‘লেবারের যে অঙ্কগুলি থাকে, সেগুলির মধ্যে একটি প্রশ্ন কিছুটা ঘুরিয়ে এসেছে। বাকিগুলি সহজ ছিল। সেগুলি সহজে করা যেতে পারে। হাই-ইনকাম ফর্ম হাউস প্রপার্টি এবং ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে থেকে ইনকাম ফ্রম আদার সোর্সের একটি-দুটি প্রশ্ন একটু ঘোরানো ছিল।’

সঙ্গে তিনি বলেছেন, ‘ওই প্রশ্নগুলির মাধ্যমে পড়ুয়াদের জ্ঞান যাচাই করা হয়েছে। পড়ুয়াদের কনসেপ্ট কতটা ভালো মজবুত, সেটার পরীক্ষা নিয়েছে ওই প্রশ্নগুলি। যারা ওই বিষয়গুলি খুঁটিয়ে পড়েছে, বিষয়গুলি বুঝে পড়েছে, তারা উত্তর দিতে পারবে। আর হাউস প্রপার্টির অঙ্কের প্রশ্নগুলি সহজ ছিল। নর্ম্যাল প্রশ্ন হয়েছে।’

কেমন হয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষার প্রশ্ন- শর্ট রিভিউ

বাণিজ্য বিভাগের শিক্ষক বলেছেন, ‘নিঃসন্দেহে স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র হয়েছে। গত বছরের মতোই প্রশ্ন হয়েছে। থিওরির অংশটা সোজা হয়েছে। অঙ্কের কয়েকটি প্রশ্ন একটু ঘুরিয়ে করেছে।’

আরও পড়ুন: Kolkata Police Recruitment 2024: কলকাতা পুলিশে ৩,৭৩৪ কনস্টবেল পদে নিয়োগ! মাধ্যমিক পাশেই চাকরি, কতদিন আবেদন চলবে?

কত নম্বর উঠবে?

বাণিজ্য বিভাগের শিক্ষক বলেছেন, ‘শেষ দুই থেকে আড়াই মাস যারা ভালোভাবে টেস্ট পেপার প্র্যাকটিস করেছে, ৮০ নম্বরের মধ্যে তারা কমপক্ষে ৬০-৬৫ নম্বর পেয়ে যাবে। আর প্রোজেক্ট যোগ করে যদি ১০০ নম্বরের মধ্যে বলি, তাহলে মোটামুটি ৮৫-৯০ নম্বর পাওয়া উচিত।’

সার্বিকভাবে বাণিজ্য বিভাগের পড়ুয়াদের উচ্চমাধ্যমিক পরীক্ষা কেমন হল?

বাণিজ্য বিভাগের শিক্ষক জানিয়েছেন যে এবার উচ্চমাধ্যমিকে সব বিষয়ের প্রশ্নই বেশ ভালো এসেছে। কঠিন প্রশ্ন হয়নি। কয়েকটি বিষয়ের ক্ষেত্রে প্রশ্নপত্রের মান অত্যন্ত ছিল। কিন্তু ভালোভাবে পড়াশোনা করে গেলে সমস্যা হওয়ার কথা নয়। সবমিলিয়ে যা প্রশ্ন এসেছে, তা বাণিজ্য বিভাগের পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাবেন বলে আশাপ্রকাশ করেছেন শিক্ষক।

আরও পড়ুন: Inspirational Life of Himanshu Gupta: চা বিক্রি থেকে গৃহশিক্ষকতা, অভাবের সংসারের হিমাংশু আজ সফল IAS

কর্মখালি খবর

Latest News

গভীর রাতে রাজ্য সভাপতি পালটে দিল BJP, তবে এখনও ‘চাকরি’ থাকল সুকান্তের ডুরান্ড কাপ শুরুর পর দিনই শহরে আসছেন মোলিনা, নিজেই বেছে নিয়েছেন সহকারীদের মেট্রোয় ভাঙচুর দেখে কাঁদলেন হাসিনা, 'মৃতদেহ দেখতে যেতে পারলেন না?' উঠল প্রশ্ন উত্তরবঙ্গ আলাদা হলে সুকান্ত মুখ্য়মন্ত্রী হতে চান…খোঁচা দিলেন উদয়ন গলায় মালা পরে অলকানন্দার সঙ্গে আদুরে ছবি পোস্ট, সত্যিই বিয়ে করলেন সায়ক? ‘হিন্দুরা গায়েব হয়ে যাবে’, ক্রমশ ‘মুসলিম বাড়ছে’, বাংলাকে দায়ি করলেন BJP সাংসদ প্রীতির সঙ্গে হাত মিলিয়ে নতুন উদ্যোগ শুভমনের, কীসের ব্যবসা শুরু করলেন দুজনে? Durand-এর ডার্বিতে দুই প্রধান পাবে কত টিকিট পাবে, আগেভাগে জানালেন ক্রীড়ামন্ত্রী চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে এস জয়শঙ্কর, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কথাও উঠল… এই গ্রীষ্মে ভারতে ৪০ হাজার আক্রান্ত হয়েছেন হিটস্ট্রোকে, মৃত্যুও অনেকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.