আজ উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হল। যে পরীক্ষা নিয়ে পড়ুয়াদের সম্ভবত সবথেকে বেশি উদ্বেগ থাকে। অঙ্ক পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, পরীক্ষাকেন্দ্রে টেনশনের মধ্যে অঙ্ক মিলবে কিনা, কত নম্বর উঠবে, সেইসব নিয়ে বাড়তি চিন্তা থাকেই পড়ুয়াদের। বিশেষত অনেক পড়ুয়াই স্নাতক স্তরে এমন বিষয় নিয়ে পড়তে চান, যেটার ক্ষেত্রে অঙ্ক থাকতেই হয় (যেমন - ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতির মতো বিষয়)। ফলে তাঁদের কাছে অঙ্কের গুরুত্ব আরও বেশি থাকে। অঙ্কে তাঁরা বেশি নম্বর পেতে চান। শেষপর্যন্ত ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কত নম্বর উঠতে পারে, প্রশ্নপত্র কেমন হল, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রিনি গঙ্গোপাধ্যায়।
যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক বলেন, 'আমি প্রশ্নটা দেখলাম। দেখে যেটা মনে হচ্ছে, প্রশ্ন বেশ ভালোই এসেছে। ছোট প্রশ্ন বা দু'নম্বরের প্রশ্নগুলিও ভালো হয়েছে। ফর্মুলা প্রমাণ, ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি বা স্ট্যাটিস্টিক্সের রেজাল্টের প্রমাণ, রোলসের থিওরেমের মতো বিভিন্ন প্রশ্ন এসেছে।'
তিনি আরও বলেন, 'যারা ভালো করে বই পড়বে, তাদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। আর অঙ্কগুলি যা দেখছি, তাতে পড়ুয়াদের প্র্যাকটিস করা অঙ্কের মতোই এসেছে। যারা ভালো করে প্র্যাকটিস করেছে, তাদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। সার্বিকভাবে প্রশ্ন ঠিকই আছে। যেমন প্রশ্নের ভাগ আছে, সেটা অনুযায়ী প্রশ্ন করা হয়েছে।'
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৪) উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৫) উচ্চমাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৬) উচ্চমাধ্যমিকের দর্শনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৭) উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৮) উচ্চমাধ্যমিকের রসায়নের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৯) উচ্চমাধ্যমিকের সাংবাদিকতা ও গণজ্ঞাপনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১০) উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে