বাংলা নিউজ > কর্মখালি > HS 2024 Economics Exam Review: উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্ন কেমন হল? ১০০ উঠবে? অঙ্ক কি কঠিন? জানালেন শিক্ষক

HS 2024 Economics Exam Review: উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্ন কেমন হল? ১০০ উঠবে? অঙ্ক কি কঠিন? জানালেন শিক্ষক

HS 2024 Economics Exam Review: আজ উচ্চমাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

HS 2024 Economics Exam Review: মঙ্গলবার উচ্চমাধ্যমিক অর্থনীতি পরীক্ষা হল। সেই অর্থনীতির প্রশ্নপত্র কেমন এল, কত নম্বর উঠতে পারে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রিমিতা বসু।

প্রথম এবং দ্বিতীয় ভাষার পরে আজ (মঙ্গলবার) উচ্চমাধ্যমিকে অর্থনীতির পরীক্ষা হল। আজ শুধুমাত্র অর্থনীতি পরীক্ষাই হয়েছে। যে বিষয় নিয়ে অনেকেই উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। নম্বরও বেশ ভালো ওঠে। ১০০ নম্বরেও পেয়ে থাকেন অনেকে। আর এবার উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্ন কেমন হয়েছে, কোনও প্রশ্ন কঠিন হয়েছে কিনা, প্রশ্ন ঘোরানো হয়েছে কিনা, কেমন নম্বর উঠতে পারে এবার, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক রিমিতা বসু। ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্ন নিয়ে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক কী বললেন, তা দেখে নিন।

তিনি বলেছেন, ‘এবার অর্থনীতির প্রশ্ন খুব ভালো এসেছে। পরীক্ষার্থীদের ভালো নম্বর পাওয়ার মতো প্রশ্ন করা হয়েছে। এমসিকিউ এবং এসএকিউ অংশের প্রশ্নগুলি অত্যন্ত সহজ এসেছে। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবারের উচ্চমাধ্যমিকে আসার কথা ছিল, সেগুলির মধ্যে থেকেই প্রশ্ন করা হয়েছে। সাল এবং তারিখ জানতে চেয়েও কয়েকটি প্রশ্ন করা হয়েছে। পরীক্ষার্থীরা যদি সাল ও তারিখ ঠিকমতো মনে রেখে লিখতে পারে, তাহলে এমসিকিউ এবং এসএকিউ অংশে পুরো নম্বর পাবে।’

বড় প্রশ্নের ক্ষেত্রেও সেই ধারা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক। তাঁর মতে, বড় প্রশ্নগুলি এমনভাবে করা হয়েছে, তা থেকে একেবারে ছাঁকা নম্বর উঠবে। ঠিকমতো গুছিয়ে উত্তর লিখলে বড় প্রশ্নেও পুরো নম্বর পাওয়া যাবে বলে জানিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক। 

তাঁর কথায়, ‘বড় প্রশ্নের ক্ষেত্রে অপশন থাকে। সেখানে এমন প্রশ্ন আছে, যেগুলি সঠিকভাবে লিখলে পরীক্ষার্থীরা পুরো নম্বর পাবে। পাঁচে পাঁচ পাওয়া যাবে। যেগুলিতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি, সেগুলি বেছে নিয়ে যদি পরীক্ষার্থীরা লিখতে পারে, তাহলে এই প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা ১০০ নম্বরও পেতে পারে।’

আর অঙ্কের প্রশ্ন কেমন হয়েছে?

যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক বলেছেন, ‘এবার উচ্চমাধ্যমিকে যে অঙ্ক এসেছে, সেটাও খুব সহজ হয়েছে। সবধরনের পরীক্ষার্থীই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। অর্থাৎ খুব মেধাবী পরীক্ষার্থীরা যেমন পারবে, তেমনই তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকা পরীক্ষার্থীরাও পারবে। সার্বিকভাবে বলতে গেলে পরীক্ষার্থীদের জন্য খুব ভালো প্রশ্ন হয়েছে।’

উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ

১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে

২) উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে

কর্মখালি খবর

Latest News

ষষ্ঠীতে নিম্নচাপ তৈরি সাগরে! আজ বাংলার ১০ জেলায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি পুজোয়? বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.