কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা সেরা সরকারি স্কুলের তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। দেশের সেরা সরকারি স্কুলগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে এই স্কুল। যদিও দিল্লি থেকে ৫ স্কুল দেশের সেরা স্কুলের তালিকায় স্থান পেয়েছে। তবে পশ্চিমবাংলার মধ্যে শুধুমাত্র এই একটি স্কুলটিই প্রথম দশে জায়গা করতে সক্ষম হয়েছে। সেরা দশের মধ্যে যাদবপুর বিদ্যাপীঠ জায়গা করে নেওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষাক্ষেত্রে এটিকে সাফল্য বলে মনে করছে রাজ্য সরকার।
কবে থেকে ইন্টারভিউ? দেবীর আগমনেই মিলল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট
২০২২-২৩ শিক্ষাবর্ষে কেন্দ্রের তরফ সেরা সরকারি স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিবছরই এই তালিকা প্রকাশ করে থাকে কেন্দ্র সরকার। এবছর প্রথম স্থান অর্জন করেছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির আরও একটি স্কুল। যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়টি রয়েছে দ্বিতীয় স্থানে কেরলের কোঝিকোড়ের জিভিএইছএসএস স্কুল তৃতীয় স্থান অধিকার করেছে। মুম্বইয়ের ওরলির সিফেস মুম্বই পাবলিক স্কুল চতুর্থ স্থানে রয়েছে। ওড়িশার গঞ্জমের ওড়িশা আদর্শ বিদ্যালয় পঞ্চম স্থান পেয়েছে। তারপরেই স্থান রয়েছে যাদবপুর বিদ্যাপীঠের।
সপ্তম ও অষ্টম স্থান অধিকার করেছে চন্ডিগড়ের দুটি সরকারি স্কুল। এরপর আবার নবম ও দশম স্থানে রয়েছে দিল্লির তিনটি স্কুল। যারমধ্যে নবম স্থানে দুটি স্কুল রয়েছে। এছাড়াও ভোপালের একটি স্কুলও নবম স্থানে রয়েছে। দশম স্থানে রয়েছে দিল্লির এআরও একটি স্কুল। অর্থাৎ প্রথম দশে জায়গা করে নিয়েছে দিল্লির পাঁচটি স্কুল। এ নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটারে তিনি লিখেছেন, ‘আমরা শিক্ষা দফতরকে নিয়ে গর্বিত। অসাধারণ সাফল্যের জন্য শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই।’