বাংলা নিউজ > কর্মখালি > JEE Advanced 2020: রাত পোহালেই পরীক্ষা, কী কী নিয়ম মেনে চলতে হবে, দেখে নিন

JEE Advanced 2020: রাত পোহালেই পরীক্ষা, কী কী নিয়ম মেনে চলতে হবে, দেখে নিন

রাত পোহালেই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস (জেইই-অ্যাডভান্সড) পরীক্ষা (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

পরীক্ষার্থীর সংখ্যা ১৬০,৮৩১।

রাত পোহালেই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস (জেইই-অ্যাডভান্সড) পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ১৬০,৮৩১। পরীক্ষা হবে দুটি শিফটে - সকাল ৯ টা থেকে বেলা ১২ টা এবং দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত। 

৯৭.৯৪ শতাংশ প্রার্থী জেইই অ্যাডভান্সডের জন্য নাম নথিভুক্ত করেছেন এবং ফি দিয়েছেন। করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি অবলম্বন করেই পরীক্ষা হবে। সেজন্য পরীক্ষার্থীদের কয়েকটি  মেনে চলতে হবে।  

একনজরে দেখে নিন গুরুত্বপূর্ণ নিয়মগুলি -

১) প্রার্থীদের অবশ্যই মাস্ক পরতে হবে। নিজেদের বোতলে স্যানিটাইজারের নিয়ে যেতে হবে। একইসঙ্গে স্বচ্ছ বোতলে নিজেদের জল বহন করতে হবে।

২) পরীক্ষার্থীদের একে অপরের থেকে কমপক্ষে ছ'ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নির্দেশ অনুসরণ করতে হবে।

৩) পরীক্ষাকেন্দ্রের বাইরে ল্যাব / হল / ঘরের নম্বর প্রদর্শিত হবে না। পরিবর্তে প্রবেশপত্রের বার কোডটি স্ক্যান করে প্রার্থীদের সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

৪) প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে তাঁদের হাত স্যানিটাইজ করতে হবে। 

৫) প্রার্থীদের ‘সেলফ ডিক্ল্যারেশন ফর্ম’ পূরণ করতে হবে।

বন্ধ করুন