ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৫ দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ২৬ জুলাই NEET পরীক্ষার আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ প্রকাশ করা হবে। রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র সবই থাকবে অ্যাডমিট কার্ডে। NTA এর ওয়েসাইট www.nta.ac.in ও NEET ২০২০- এর ওয়েবসাইট ntaneet.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
ভারতজুড়ে মেডিক্যাল এবং অনুমোদিত স্নাতক কোর্সে ভর্তির জন্য NEET পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই মুহুর্তে, NEET একমাত্র প্যান ইন্ডিয়া প্রবেশিকা পরীক্ষা, যা মেডিক্যাল স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য নেওয়া হয়।
NEET UG 2020 পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ মে। করোনা অতিমারীর কারণে তা স্থগিত হয়ে যায়। পরে ২৬ জুলাই পরীক্ষা আয়োজিত হবে বলে ঘোষণা করে NTA। ওই দিন দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঠিক হয়েছে।
পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের সর্বশেষ আপডেটের জন্য উপরে উল্লিখিত ওয়েবসাইটগুলি পরিদর্শন করার কথা বলেছে NTA। সংস্থার ডিরেক্টর জেনারেল বিনীত জোশী এক বিবৃতিতে বলেছেন, NEET UG 2020 সম্পর্কিত আরও তথ্যের জন্য প্রার্থীরা ২৮৭৮৭৪৮১৫২, ৮১৭৮৩৫৯৮৪৫, ৯৬৫০১৭৩৬৬৮, ৯৫৯৯৬৭৬৯৫৩ এবং ৮৮৮২৩৫৬৮০৩ বা ই মেল atneet@nta.ac.in এ যোগাযোগ করতে পারেন।