বাংলা নিউজ > কর্মখালি > Primary TET 2022 Tips: রবিবার প্রাথমিক টেট, শেষমুহূর্তে এই টিপসগুলো মাথায় রাখতে হবে, ভুল হলেই বিপদ

Primary TET 2022 Tips: রবিবার প্রাথমিক টেট, শেষমুহূর্তে এই টিপসগুলো মাথায় রাখতে হবে, ভুল হলেই বিপদ

প্রাইমারি টেটের শেষ মুহূর্তের টিপস

Primary TET 2022 Suggestion: ১১ ডিসেম্বর প্রাইমারি টেটের পরীক্ষা। তার আগে কোন বিষয়গুলোয় শেষবার নজর দেবেন, কোন জিনিস সঙ্গে রাখবেন অবশ্যই দেখে নিন।

১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। যাঁরা এই পরীক্ষা দেবেন, তাঁদের প্রস্তুতি আশা করি বেশ ভালোই হয়েছে। তবুও শেষমুহূর্তে একটু সাজেশন পেলে, কোন বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেওয়া উচিত সেটা জানতে পারলে, কোন জিনিস সঙ্গে রাখা উচিত সেটা একবার কেউ মনে করিয়ে দিলে মন্দ হয় না, কী বলুন? একদমই তাই। আর তার জন্য এই প্রতিবেদন থেকে দেখে নিন কোন কোন বিষয়ে অবশ্যই নজর দেবেন, আর কোন জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে।

সময়:

আগামিকাল বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। তাই আপনার পরীক্ষাকেন্দ্র যেখানে পড়েছে সেখানে অন্তত দেড় থেকে দুই ঘণ্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন। পরীক্ষাকেন্দ্রে আগে আপনার বায়োমেট্রিক পরীক্ষা হবে তারপরই আপনি পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন। ফলে যথেষ্ট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন।

হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোবেন, যাতে রাস্তায় কোনও অসুবিধায় পড়লে শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি না করতে হয়। আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছলে শান্ত ভাবে পরীক্ষা দিতে যাওয়া যায়। এবং অবশ্যই আপনার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র কতদূর, কীভাবে সেখানে আগামিকাল যাবেন সেটা আজ একবার দেখে নেবেন, তাহলে কাল আপনারই সুবিধা হবে।

কোন জিনিস অবশ্যই নিতে হবে:

এছাড়া আর যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, সঙ্গে নিজের অ্যাডমিট কার্ড তো রাখবেনই, কিন্তু একটা কপি নয়, দুটো কপি নিয়ে যাবেন। মনে রাখবেন এক কপি অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে জমা নিয়ে নেবে, আর একটা আপনাকে ফেরত দেবে। ফলে এখনও অ্যাডমিট কার্ড প্রিন্ট না নিলে আজই দুই কপি প্রিন্ট করিয়ে নিন। সঙ্গে অবশ্যই দুটো পাসপোর্ট সাইজের ছবি রাখবেন। যদিও ওখানে এক কপি ছবি লাগবে অ্যাটেনডেন্সের জন্য। তবুও অতিরিক্ত সুবিধার জন্য দুই কপি ছবি সঙ্গে রাখবেন। আধার কার্ড সঙ্গে রাখবেন। বা অন্য কোনও পরিচয় প্রমাণ পত্র সঙ্গে রাখবেন।

সঙ্গে অবশ্যই একাধিক কালো বল পেন রাখবেন। জেল পেন নয়। অন্য কালির পেন নয়। স্রেফ কালো বল পেন।

কী কী সঙ্গে নেবেন না:

জলের বোতল, কিংবা হাতঘড়ি পরে পরীক্ষা দিতে যাবেন না। কারণ মনে রাখবেন এগুলোর কোনটা নিয়েই আপনাকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া গায়ে কোনও রকম গয়না রাখবেন না। কোনও আংটি, হার, ইত্যাদি পরে পরীক্ষা দিতে যাবেন না। মহিলারা মাথায় কোনও ক্লিপ লাগিয়ে যাবেন না, তাহলে সেটাও খুলে ফেলতে হবে। রোদ চশমাও পরীক্ষাকেন্দ্রে অ্যালাও করবে না। ফলে এই জিনিসগুলো কোনওটাই সঙ্গে রাখবেন না। তবে হ্যাঁ, যাঁদের চোখে পাওয়ার আছে, চশমা পরেন তাঁরা অবশ্যই সেটা পরে পরীক্ষা দিতে পারবেন।

টিপস:

  • সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোনও উত্তর ছেড়ে না আসলেই ভালো। না পারলেও উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ মনে রাখবেন এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।
  • এছাড়া মনে রাখবেন, নিশ্চিত হয়ে তবেই ওএমআর শিট মার্ক করবেন। একবার কোনও উত্তর দিয়ে তারপর অন্য আরেকটা অপশনে মার্ক করলে সেটা ভুল হিসেবেই গ্রাহ্য করা হবে। ফলে আগে নিশ্চিত হবেন এবং তারপর অপশনে মার্ক করবেন। ধরা যাক, আপনি প্রথমে ভাবলেন কোনও প্রশ্নের উত্তর হবে এ, আপনি মার্ক করে দিলেন। তারপর দেখলেন না, আসল উত্তর ডি। তখন কিন্তু কেটে করলেও সেটা ভুল হিসেবেই বিবেচিত হবে।
  • পাঁচটা বিভাগে পরীক্ষা হবে, সিডিপি, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পরিবেশ বিজ্ঞান। প্রতিটি বিভাগে থাকবে ৩০ নম্বর। যে বিভাগ মনে করছেন ভালো তৈরি আছে, সেটা আগে করে নিন।
  • ওএমআর শিটে মার্ক করার আগে প্রশ্নপত্রে দাগ দিয়ে নিন কোন উত্তর হবে। তাতে যদি সুবিধা হয়, সেভাবে পরীক্ষা দিতে পারবেন।
  • বাংলা, ইংরেজি করার সময় বোধ পরীক্ষণ আগে কর নেওয়ার চেষ্টা করুন। এরপর করুন ব্যাকরণ করে ফেলুন।
  • যতটা পারবেন প্রথম থেকে করে ফেলুন। কনফিডেন্ট হয়ে ওএমআর শিটে মার্ক করুন। হয়ে গেলে এবার আবার প্রথম থেকে দেখা শুরু করুন। যেগুলো বাদ গিয়েছএ বা উত্তর নিয়ে শিওর নন সেগুলো ধীরে ধীরে পূরণ করতে থাকুন।
  • এবার আসি রোল নম্বরে। মনে রাখবেন, রোল নম্বর যেমন আপনাকে লিখতে হবে, তেমনই আপনাকে মার্ক করতে হবে। ফলে সেই জায়গা দেখে অত্যন্ত নিখুঁত ভাবে করবেন। ভুল যেন না হয় সেই দিকে নজর রাখুন। ভেবে চিন্তে করবেন এটা। এক্ষেত্রে ভীষণ সাবধান থাকবেন।

কর্মখালি খবর

Latest News

মনে আছে তো পুষ্পা পাণ্ডে কে, অক্ষয়-আরশাদের সঙ্গে Jolly LLB 3-তে ফিরছেন হুমা আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘‌আমি নৃত্য শিল্পী হতে চাই’, চেনা ছকের বাইরে গিয়ে জানালেন পঞ্চম স্থানের সুস্বাতী কবিতার উত্তর কবিতাতেই! রবি ঠাকুর আর গুলজারকে মেলালেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ অক্ষয় তৃতীয়া ২০২৪ কখন থেকে পড়ছে? রইল তারিখ, তিথি শাস্ত্র অনুসারে মাঝরাতে রেপ? মিথ্যে বুঝিয়ে সই করিয়েছিল, সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক মহিলা EVM বদলের চক্রান্তের অভিযোগ খোদ BJP প্রার্থীর, DMকে কাঠগড়ায় তুললেন খগেন মুর্মুর বৃষ্টির অ্যালার্ট জারি ১১ মে পর্যন্ত! হঠাৎ মুষলধার বর্ষণে তেলাঙ্গানায় মৃত ১৩ বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে ভারতকে ঠেস কামিন্সের, দ্রাবিড়-রোহিতকে নিয়ে কী বললেন? 'সুরে বেসুরে যাই থাকুক...', গাড়িতেই রবীন্দ্রজয়ন্তী পালন ইমনের

Latest IPL News

আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান সঞ্জুর আউট নিয়ে আম্পায়ারদের পাশে দাঁড়িয়ে নিজের জাত চেনালেন সাঙ্গাকারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.